গাজা সংকটে অগ্রগতি, শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্নের পথে
টাইগারদের জন্য প্রধানমন্ত্রীর টাকা- ফ্ল্যাট-গাড়ি উপহার
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, পাকিস্তানকে
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশকরায় টাইগারদের টাকা, ফ্ল্যাট ও গাড়িদেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা।শনিবার দুপুরে গণভবনে ক্রিকেটারদেরসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণাদেন।ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর শুক্রবারপাকিস্তানকে একমাত্র টি-টোয়েন্টিতেও হারায়বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাস্টেডিয়ামে ভিআইপি গ্যালারিতে বসে খেলাউপভোগ করেন। খেলা শেষে বাংলাদেশঅধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতেওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টির ট্রফি তুলে দেনপ্রধানমন্ত্রী। তখনই পুরো দলকে শনিবার গণভবনেমধ্যাহ্নভোজের দাওয়াত দেন শেখ হাসিনা।বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণভবনেবিশ্বকাপে আইসিসির কাছে পাওয়া অর্থের হিসাবপ্রধানমন্ত্রীকে দেন। পরে প্রধানমন্ত্রী জানান,বিশ্বকাপে ‘উইনিং বোনাস’ হিসেবে ১ কোটি টাকাএবং আইসিসি থেকে আরো ৩ কোটি টাকা পাওয়াগেছে। এ ছাড়া বিসিবি থেকে দেওয়া হবে ১ কোটি২৩ লাখ টাকা। বিশ্বকাপে ভালো খেলার জন্য ১কোটি টাকা এবং পাকিস্তানকে ওয়ানডেতেহোয়াইটওয়াশ করা ও টি-টোয়েন্টি সিরিজেহারানোর জন্য আরো ১ কোটি টাকা দেওয়ার ঘোষণাদেন প্রধানমন্ত্রী।এছাড়া বেক্সিমকো থেকে আরো ১ কোটি টাকাদেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।জাতীয় দলের যেসব ক্রিকেটারকে আগে গাড়িদেওয়া হয়নি তাদের জন্য গাড়ির ব্যবস্থা করারকথা বলেন। ক্রিকেটারদের আবাসনের ব্যবস্থাকরার পরিকল্পনার বিষয়ে প্রধানমন্ত্রী সবাইকেকমপক্ষে দুটি করে ফ্ল্যাট দেয়ার নির্দেশ দেন।
শেয়ার করুন