বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
ব্রিটিশ পার্লামেন্টে উঠছে পাকিস্তানের ক্রিকেট!!
জিম্বাবুয়ের বিরুদ্ধে পাকিস্তানের গেম প্লানটি সবার কাছেই পরিস্কার। প্রতিটি ম্যাচেই জয় চায় পাকিস্তান। টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ ওয়াশ হয় সফররত জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে উড়িয়ে দেয় পাকিস্তান। এই ম্যাচ নিয়ে ভক্তদের উম্মাদনায় অভিভূত হয়েছেন এক ব্রিটিশ পার্লামেন্ট সদস্য।
তিনি এখন শুধু পাক ক্রিকেটের ভক্ত নয় পাকিস্তান ক্রিকেটের অকৃতিম বন্ধু। ইংল্যান্ড যেন পাকিস্তানে ক্রিকেটে লড়াইয়ে আসে এ জন্য দাবি তুলবেন পাকিস্তানে জন্মগ্রহণ করা ব্রিটিশ পার্লামেন্ট সদস্য (এমপি) ইয়াসমিন কুরেশি।
জিম্বাবুয়ের বিরুদ্ধে চলমান সিরিজে পাকিস্তানের দর্শকদের উন্মাদনা দেখেই এই ঘোষণা দিলেন ইয়াসমিন। সদ্য নির্বাচিত এ সংসদ সদস্য গত রোববার নিজের অসুস্থ মাকে নিয়ে খেলা দেখতে মাঠে আসেন। পরে পাকিস্তানের ডন পত্রিকায় এক সাক্ষাৎকার দেন এ ব্রিটিশ এমপি। তিনি বলেন, পাকিস্তানে এমন ক্রীড়াসুলভ পরিবেশ দেখতে পারাটা আমার কাছে খুব বেশি আনন্দের।
লাহোরে দর্শকদের দারুণ আগ্রহ পর্যবেক্ষণ করার পর বিস্মিত ইয়াসমিন বলেন, দর্শকরা খুবই সুশৃংখল এবং উভয় দলের প্রতিই তাদের সমর্থন সত্যিই প্রশংসার।
ইয়াসির বলেন, আগে আমি জানতাম দ্বিপাক্ষিক সিরিজের জন্য আইসিসির অনুমোদন দরকার। পরে এখন আমি জানতে পারলাম যে দুই দেশ সমঝোতার মাধ্যমেও এ সিরিজের আয়োজন করতে পারে।
সমঝোতার মাধ্যমে ইংল্যান্ড যাতে পাকিস্তান সফরে আগ্রহী হয় এ লক্ষে কাজ করার জোড় ইচ্ছা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রতিপক্ষকে ১০ হাজারের বেশি ভোটে পরাজিত করে সাউথ ইস্ট বোল্টন থেকে ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসির।
শেয়ার করুন