বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
রবি শাস্ত্রী বাংলাদেশ সফরে ভারতের কোচ
ভারতের ক্রিকেট দলের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেট তারকার রবি শাস্ত্রী। বাংলাদেশ সফরকালে এই দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই এই ঘোষণা দিয়েছে।
এছাড়া শাস্ত্রীর সঙ্গে বোলিং কোচ হিসেবে থাকবেন বি অরুণ, ব্যাটিং কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গার ও ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধর।
বিসিসিআইয়ের সেক্রেটারি অনুরাগ ঠাকুর বলেছেন, ভারত ক্রিকেট দলের অন্তর্বর্তী কোচ হিসেবে রবি শাস্ত্রীর মনাম ঘোষণা করেনে সংগঠনের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। বাংলাদেশ সফরে তিনি এই দায়িত্ব পালন করবেন। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
ভারতের হয়ে রবি শাস্ত্রী ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলেছেন। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের অংশীদার ছিলেন তিনি।
বাংলাদেশ সফরকালে ভারত একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে। সূত্র: ইন্ডিয়া টুডে
শেয়ার করুন