বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
বাংলাদেশের টেস্ট দল চমকহীন
ভারতের বিপক্ষে এক টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেই টেস্টের দলে বড় কোনো চমক নেই বললেই চলে। তবে, কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়লেন রনি তালুকদার।
দলে আছেন তিন পেসার ও তিন স্পিনার। আগেরবারের মতো এবারো আছেন অনভিষিক্ত লিটন কুমার দাস। কোনো কারনণ, মুশফিকুর রহিম শেষ পর্যন্ত উইকেটের পিছনে না দাঁড়াতে পারলে লিটনের অভিষেক হয়ে যেতে পারে।
আগামী আট জুন ঢাকায় পা রাখবে ধোনি-কোহলিরা। এর দুই দিন বাদে, অর্থাৎ ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দেশের মধ্যকার এক মাত্র দেশ। তার জন্য ভারতের দল আগেই ঘোষণা করা হয়ে গেছে।
বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম (অধিনায়ক-উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, রুবেল হোসেন, শুভাগত হোম, তাইজুল ইসলাম, যুবায়ের হোসেন লিখন, শহীদ হোসেন।
শেয়ার করুন