লস এঞ্জেলেস ডজার্স জিতলো ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশীপ
ছবি: এলএবাংলাটাইমস
মঙ্গলবার (২৭ অক্টোবর) টেক্সাসের গ্লোব লাইফ ফিল্ডে টামপা বে রে'স এর বিপক্ষে মাঠে নেমেছিলো লস এঞ্জেলেস ডজার্স। ৩-১ ব্যবধানে টামপা বে রে'স এর বিপক্ষে জয় তুলে নেয় তারা।
মেজর লীগ বেসবল এর ২০২০ ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন হলো লস এঞ্জেলেস ডজার্স। সপ্তমবারের মতো বেসবলের এই ওয়ার্ল্ড সিরিজ টাইটেল জিতে নিলো ডজার্স। ১৯৮৮ সালে প্রথম এই শিরোপার স্বাদ পেয়েছিলো তারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টেক্সাসের গ্লোব লাইফ ফিল্ডে টামপা বে রে'স এর বিপক্ষে মাঠে নেমেছিলো লস এঞ্জেলেস ডজার্স। ৩-১ ব্যবধানে টামপা বে রে'স এর বিপক্ষে জয় তুলে নেয় তারা।
শিরোপা জিততে বেশ কঠিন লড়াই করতে হয় লস এঞ্জেলেস ডজার্সকে। প্রথম লিড নিয়ে এগিয়ে যেতে ডজার্সকে ছয় রাইন্ড অপেক্ষা করতে হয়। ক্যাচার অস্টিন ব্যারেটস ও কোরি সিগারের সহায়তায় প্রথম স্কোর করে লস এঞ্জেলেস ডজার্স।
স্কোর ২ এগিয়ে থাকার পর খেলায় ফিরে এসে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দেয় টামপা বে। খেলা চলার শুরুর দিকে টিম টামপা রে'স এর আউটফিল্ডার র্যান্ডি আরোজোরেনা একক প্রচেষ্টায় স্কোর করেন।
কিন্তু এরপর আর খেলায় ফিরতে পারেননি টামপা বে। ডজার্স টিমের জুলিয়ো ইউরিয়াস ও ম্যানুয়েল মারগোট শেষ স্কোর করে জয় নিশ্চিত করেন।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন