১৪ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জিতলো আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। যা ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগে আর্সেনালের জন্য ১৪ বছর পর পাওয়া জয়।
৬৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন আর্সেনালের পিয়েরে এমরিক আউবেমেয়াং। এ সময় ম্যানইউর পল পগবা বক্সের মধ্যে ফাউল করেন আর্সেনালের হেক্টর বেলিরিনকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আউবেমেয়াং গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি রেড ডেভিলসরা। তাতে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এই হারটি ছিল ম্যানইউ কোচ ওলে গুনার সুলসারের ১০০তম হার। অন্যদিকে পাঁচ বছর পর প্রিমিয়ার লিগের সেরা ছয়টি দলের একটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। সবশেষ ২০১৫ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইতিহাদে জয় পেয়েছিল তারা।
এই জয়ে ৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান নিয়েছে আর্সেনাল। ৬ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ম্যানইউ রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চদশ স্থানে।
শেয়ার করুন