প্রেসিডেন্ট পদে যোগ্য নন ট্রাম্প, ১১১ সাবেক রিপাবলিকান এমপির চিঠি
সান্তাহারে ক্লেমন ওমর ফারুক স্মৃতি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন
সম্প্রতি শুক্রবার বগুড়ার সান্তাহার ষ্টেডিয়াম মাঠে উজ্জীবন বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে ক্লেমন ওমর ফারুক স্মৃতি ক্রিকেট লীগ খেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উজ্জীবন বহুমূখী সমবায় সমিতি নেতা শামস মহিউদ্দীন হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষেদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন কবির বাদশা, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক জার্সিস আলম রতন, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারন সম্পাদক এস. এম জাহিদুর বারী, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, সান্তাহার পৌর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মকবুল হোসেন জোয়াদার, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন, যুবলীগ নেতা শাহিনুর রহমান মন্টি।
আয়োজনে বক্তব্য রাখেন সান্তাহারের সন্তান সদাগর ডট কম প্রধান নির্বাহী আরিফ মো: আব্দুস শাকুর চৌধুরী,ব্যবসায়ী শাহ আলম, জামান, পান্না প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজুল ইসলাম খান রাজু ক্লেমন ওমর ফারুক স্মৃতি ক্রিকেট লীগ খেলার বেলুন, পায়রা উঠিয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী খেলায় ন্যাটো ফার্মেসী বনাম নওগাঁ বেসিক ক্রিকেট একাডেমী অংশ গ্রহন করেন। সান্তাহারের সন্তান সদাগর.কমের সিইও আরিফ চৌধুরী বলেন, জেলার ক্রীড়ার সকল কাজে আমরা পাশে থাকবো। তারুণ্যের শান্তাহার আমরা গড়বোই।
শেয়ার করুন