আপডেট :

        অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি

        যুক্তরাষ্ট্রে রেডিওঅ্যাকটিভ শঙ্কায় ওয়ালমার্টের চিংড়ি পণ্য প্রত্যাহার

        ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই দাম কমতে শুরু করেছে

        মেইল-ইন ভোট বন্ধ করতে পারবেন কি ট্রাম্প?

        ইসরায়েল গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে

        টেক্সাসে ভুলে মুক্তি পাওয়া কয়েদিকে খুঁজছে পুলিশ

        সিলেটে পাথরের সঙ্গে শাহ আরেফিন টিলাও লুট হয়ে গেল

        ডাকসুর আজীবন সদস্যের প্রস্তাবে হাসিনা মানতে পারেননি ‘ভেটো’, প্রতিশোধ নিতে একের পর এক হামলা

        চীনের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বস্তিতে ভারত

        যুক্তরাষ্ট্রে শিপিং জালিয়াতি মামলায় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির কারাদণ্ড

        আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী বেড়ে রেকর্ড গড়ল অন্টারিও বিমানবন্দর

        ক্যালিফোর্নিয়ায় গুলিতে তিনজনের মৃত্যু

        মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬,০০০ শিক্ষার্থী ভিসা বাতিল করেছে

        বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু

        সংবাদ সম্মেলনে ফেডারেল এজেন্ট মোতায়েন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিউসমের

        ক্যালিফোর্নিয়ায় পানির নিচ থেকে নিখোঁজ মা ও শিশুর মরদেহ উদ্ধার

        ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছে তিন রিপাবলিকান অঙ্গরাজ্য

        হারিকেন এরিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে, আকারে বড় হচ্ছে ঝড়

        আনাহাইমে কার ওয়াশ ও হোম ডিপোতে অভিবাসন অভিযান, আটক একাধিক ব্যক্তি

        সান বার্নার্ডিনোতে অভিবাসন অভিযানে ফেডারেল এজেন্টের গুলি

ভারতের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ভারতের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

হেড টু হেডে বিস্তর ব্যবধান। আবার র‌্যাংকিংয়েও। তারপরও আজ ভারতের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এই জ্বালানি এসেছে কদিন আগে আফগানিস্তানের সাথে ড্র করায়। সব মিলিয়ে বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে আজ ভারতের বিরুদ্ধে ভালো করতে মরিয়া লাল সবুজের দলটি।

কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ‘ই’গ্রুপের ম্যাচে বাংলাদেশ-ভারতের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

বাছাইয়ে দুই দলের প্রথম দেখায় ভারতের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছিল বাংলাদেশ। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে এগিয়ে গিয়েও স্বাগতিকদের সাথে ড্র (১-১) করেছিল জেমি ডের শিষ্যরা।

শুধু তাই নয়, ভারতের সাথে শেষ তিন দেখায় ড্র করেছিল বাংলাদেশ। ভারতের সাথে বাংলাদেশের শেষ জয় অবশ্য অনেক আগে, ২০০৯ সালে, সাফের ফাইনালে। দুই দলের হেড টু হেড অবশ্য ভারতের জন্য উজ্জীবনের। কারণ ১৪-৩ ব্যবধানে এগিয়ে দলটি।

ভারতের সাথে ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে গ্রুপের সবগুলো খেলা সরিয়ে নেয়া হয়েছে কাতারে। ভারতের সামনে আজ প্রবল প্রত্যয়ী জামাল বিগ্রেড। তা ফুটে উঠল বাংলাদেশ কোচ জেমি ডের কণ্ঠেও, ‘আমরা এই ম্যাচের দিকে তাকিয়ে আছি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস নিচ্ছি।’

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১৮৪। সেখানে ভারত রয়েছে ১০৫ নম্বরে। ৭৯ ধাপ এগিয়ে থাকা ভারতের সামর্থ্য সম্পর্কে জ্ঞাত ডে ‘আমরা জানি, ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে। ভারত আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে প্রায় ৮০ ধাপ এগিয়ে আছে। তারা আগের ম্যাচগুলোতে আক্রমণে যাওয়ার ক্ষেত্রে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। তারা ভারসাম্য ও তেজের ছাপ দেখিয়েছে।’

এমন দলের বিরুদ্ধে সেরাটা দেয়ার বিকল্প নাই। মানছেন জেমিও, ‘যদি ম্যাচটি থেকে আমরা কিছু পেতে চাই, তাহলে আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। আমরা মুখিয়ে আছি। আশা করি, আমরা ভালো পারফর্ম করতে পারব। যদি না পারি, তাহলে আমরা খুবই হতাশ হব। তবে এই মুহূর্তে আমরা অনেক আত্মবিশ্বাসী।’

অন্যদিকে জয়ের জন্য পাখির চোখ করে আছে ভারতও। দলটির কোচ ইগর ইস্তিমাচ জয়ের পাশাপাশি বাংলাদেশকে মোটেও হালকা করে নিচ্ছেন না। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য, দর্শকদের জন্য বড় ম্যাচ। প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে না নিয়ে, অশ্রদ্ধা না করে আমরা জয়ের জন্য নামব। শুরুর মতো আমাদের লক্ষ্য একই আছে-২০২৩ সালে চীনের এশিয়ান কাপে কোয়ালিফাই করা।’

‘ই’গ্রুপে পাঁচ দলের মধ্যে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভারত। ২ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ। ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের পরের ধাপে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জয় দরকার ভারতের। ফলে সেরাটা দেয়ার চেষ্টা করবে তারাও। শেষটা কেমন করে বাংলাদেশ, তাই যেন দেখার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত