বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
বাংলাদেশের মেয়ে “পারুল” জিতলো প্রথম সোনা
শনা জয়ী পারুল আক্তার
লস এঞ্জেলেসে প্রতিবন্ধীদের জন্য আয়োজিত স্পেশাল সামার অলিম্পিকে বাংলাদেশের মেয়ে “পারুল আক্তার” জিতলো প্রথম সোনা। মেয়েদের ১০০ মিটার ফ্রি স্টাইল সাতারে সোনা জিতেছে। এ সময় বাংলাদেশের পতাকা অড়ান হয় এবং জাতীয় সঙ্গিত বাজানো হয়। সে কথা বলতে পারে না ।বাক প্রতিবন্ধী। তার দেশের বাড়ি ঢাকা ডেমরাই।
যেখানে সাধারন অলিম্পিকে পদকের কোন ছিটে ফোঁটা নেই , সেখানে তার এ সফল্য সারা বাংলাদেশীদের আনন্দিত ও গর্বিত করেছে ।
তার সাথে সাথে বাংলাদেশে প্রতিযোগিরা মোট সাতটি ইভেন্টে অংশ নিবেন। সবাই তাদের সাফল্য কামনা করছেন ।
লস এঞ্জেলেসে বাংলাদেশী কমিউনিটি তাদের সাফল্যের জন্য যথা সামর্থ্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশী কমিউনিটির ফাহিম রাইয়ান( মেজ অব কুতুবির ছেলে) ও আবির হোসাইন (ইঞ্জিঃ আকবর হোসাইনের ছেলে) লস এঞ্জেলেসে অলিম্পিক কমিটির হয়ে কাজ করছেন । তারা বাংলাদেশী অ্যাথলেট দের সার্বিক সহযোগিতা করছেন।
শেয়ার করুন