অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ১ ডিসেম্বর
ছবিঃ এলএবাংলাটাইমস
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কাতার বিশ্বকাপ- ২০২২ এ মাঠে গড়াচ্ছে চারটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-বেলজিয়াম, কানাডা-মরক্কো, জাপান-স্পেন এবং কোস্টারিকা-জার্মানি।
এ দিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া-বেলজিয়াম এবং কানাডা-মরক্কো। ‘এফ’ গ্রুপের জটিল ধাঁধা সমাধানে আজ আহমেদ বিন আলি স্টেডিয়ামে মাঠে নামছে ক্রোয়েশিয়া-বেলজিয়াম। এই ম্যাচে অবশ্য ক্রোয়াটদের অঙ্কটা অপেক্ষাকৃত সহজ। জিতলে বা ড্র করলেই শেষ ষোলোর টিকিট পেয়ে যাবে তারা। তবে হেরে গেলে বিদায়ঘণ্টা বেজে যেতে পারে ক্রোয়াটদেরও, যদি গ্রুপের অপর ম্যাচে কানাডার কাছ থেকে অন্তত ১ পয়েন্ট তুলে নিতে পারে মরক্কো। আর হারলে বিদায় নিশ্চিত বেলজিয়ামের। তবে ড্র করলেও সম্ভাবনা একেবারে বিলীন হয়ে যাবে না। সে ক্ষেত্রে কানাডার কাছে অন্তত ৩ গোলের ব্যবধানে হারতে হবে মরক্কোকে।
অপরদিকে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচ খেলতে কানাডা ও মরক্কো ক্যালিফোর্নিয়া সময় অনুযায়ী ভোর ৭টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। দুই দলের সামনেই আছে ইতিহাস গড়ার হাতছানি। জয় কিংবা ড্র মরক্কোর জন্য শেষ ষোলোতে ওঠার উপায়। যদি কানাডা জেতে, মরক্কো চাইবে বেলজিয়ামের কাছে ক্রোয়েশিয়ার হার। এরপর গোল পার্থক্য হিসাব করে নির্ধারণ করা হবে তারা নাকি গত আসরের রানার্সআপরা পরের ধাপে খেলবে।
দিনের অপর ম্যাচগুলোতে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী বেলা ১১টায় ডু-অর-ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে জাপান-স্পেন এবং কোস্টারিকা-জার্মানি। খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও জাপান। গ্রুপ-ই’র শীর্ষে থাকা স্প্যানিশরা এই ম্যাচে অন্তত ড্র করতে পারলেই নক আউট পর্বের টিকিট পাবে। তবে ব্লু সামুরাইদের বিপক্ষে জয় তাদের গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছে দিবে।
অপরদিকে কোস্টারিকার বিপক্ষে অগ্নিপরীক্ষা দিতে আল খোরের আল বায়াত স্টেডিয়ামে ক্যালিফোর্নিয়া সময় বেলা ১১টায় মুখোমুখি হবে জার্মানি। বিশ্বকাপ থেকে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার ক্ষণ গুনছে জার্মানি। এই অনাকাঙ্ক্ষিত পরিণতি এড়াতে হলে কোস্টারিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। একই সঙ্গে স্পেনের জয় কামনা করতে হবে।
কোস্টারিকার সামনেও শেষ ষোলোর হাতছানি। স্পেনের কাছে গোলবন্যায় ভাসার পর জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে গেছে তারা। ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা জাপানের সমান ৩ পয়েন্ট নিয়ে তারাও ২০১৪ সালের পর প্রথম নকআউট ম্যাচ খেলার আশায়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন