অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ২ ডিসেম্বর
ছবিঃ এলএবাংলাটাইমস
শুক্রবার (২ ডিসেম্বর) কাতার বিশ্বকাপ- ২০২২ এ মাঠে গড়াচ্ছে চারটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হচ্ছে ঘানা-উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া-পর্তুগাল, সার্বিয়া-সুইজারল্যান্ড এবং ক্যামেরুন-ব্রাজিল।
এ দিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় মুখোমুখি হচ্ছে ঘানা-উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া-পর্তুগাল। গ্রুপ ‘এইচ’ থেকে পর্তুগাল শেষ ষোলো নিশ্চিত করলেও জটিল হিসাব-নিকাশে নকআউটে যাওয়ার সম্ভবনা আছে তিন দল- দক্ষিণ কোরিয়া, ঘানা ও উরুগুয়ের। উরুগুয়ের সামনে আজ জয় ছাড়া কোনও বিকল্প নেই। ঘানা জিতলেই শেষ ষোলোয় চলে যাবে। ড্র করলেও তাদের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে পর্তুগালকে অবশ্যই দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে। কোরিয়ানদেরও শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে জয়ের পাশাপাশি দেখতে হবে ঘানা-উরুগুয়ে ম্যাচের ফলটা যেন অনুকূলে আসে।
ইতোমধ্যেই পর্তুগাল দুই ম্যাচে জয়ী হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। তবে দক্ষিণ কোরিয়ার সামনে সুযোগ আছে ম্যাচে জয় নিশ্চিত করে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার। এজন্য অবশ্য গ্রুপের আরেক ম্যাচে টেবিলের দ্বিতীয়স্থানে থাকা ঘানাকে উরুগুয়ের কাছে হারতে হবে কিংবা ড্র করতে হবে। কাতার বিশ্বকাপে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় ক্যালিফোর্নিয়া সময় সকাল ৭টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল।
এ দিনে অপর ম্যাচগুলোতে ক্যালিফোর্নিয়া সময় সকাল ১১টায় মুখোমুখি হচ্ছে 'জি' গ্রুপ এর দল সার্বিয়া-সুইজারল্যান্ড এবং ক্যামেরুন-ব্রাজিল। নকআউট পর্বে জায়গা করে নিতে আজ সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড। তবে তাদের জন্য সমীকরণটা বেশ সহজ। সার্বিয়ার বিপক্ষে জিতলে তো অবশ্যই, ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে চলে যাবে তারা। যদি না গ্রুপের অন্য ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে বসে ব্রাজিল। ক্যামেরুন জিতলে আর সুইসরা ড্র করলে দুই দলের পয়েন্ট হবে ৪। তখন গোল পার্থক্যে গ্রুপ রানার্সআপ নির্ধারিত হবে। তবে সার্বিয়ার সামনে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।
অপরদিকে ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচে জয়ী টুর্নামেন্ট ফেভারিট ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করায় ক্যামেরুনের সাথে ম্যাচটি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না হলেও ক্যামেরুন শেষ ষোলো নিশ্চিতে শেষ চেষ্টা করবে। প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া আফ্রিকান অদম্য সিংহদের সামনে জয় ভিন্ন বিকল্প পথ খোলা নেই। গ্রুপ-জি’র আরেক ম্যাচে সার্বিয়া যদি সুইজারল্যান্ডকে ১ গোলের ব্যবধানে পরাজিত করতে পারে তাহলে গোল ব্যবধানে ব্রাজিলের পরে দ্বিতীয় দল নির্ধারিত হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন