আপডেট :

        ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক

        মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

        ক্যালিফোর্নিয়ার নতুন কংগ্রেসনাল মানচিত্র বহাল রাখল ফেডারেল আদালত, ডেমোক্র্যাটদের বড় জয়

        ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি খাতে ২ বিলিয়ন ডলার অনুদান বাতিল

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

হৃত্বিক ও জ্যাকুলিন মাতাবেন বিপিএলের উদ্বোধন

হৃত্বিক ও জ্যাকুলিন মাতাবেন বিপিএলের উদ্বোধন

বিপিএল মানেই ধামাকা। যার
শুরুটা উদ্বোধনী অনুষ্ঠান থেকেই। যে
কারণে আয়োজকরাও চেষ্টায় থাকেন,
উদ্বোধনী অনুষ্ঠান থেকেই বিপিএলকে
আকর্ষণীয় করে তুলতে চান আয়োজকরা। ১৯
কিংবা ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা
রয়েছে বিপিএলের জমজমাট উদ্বোধনী
অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মঞ্চ
মাতানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে
বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন এবং
জ্যাকুলিন ফার্নান্দেজকে।
বিপিএল আয়োজনের সব কিছুই প্রায়
চূড়ান্ত হয়ে গেছে ইতিমধ্যে। দেশি
ক্রিকেটারদের সঙ্গে বিদেশী
ক্রিকেটারদেরও তালিকা প্রকাশ করে
দেয়া হয়েছে। ঠিক করা হয়ে গেছে কয়টি
ফ্রাঞ্চাইজি যোগ দিচ্ছে এবারের
আসরে। যে ছয়টি ফ্রাঞ্চাইজি
বিপিএলের তৃতীয় আসরে অংশ নিচ্ছে
তারাও তোড়জোড় বেধে নেমেছে
বিদেশী খেলোয়াড়দের দলভূক্ত করে
নিতে। কে কাকে দলে নেবে, সেটাই যেন
এখন প্রতিযোগিতার বিষয় হয়ে
দাঁড়িয়েছে দলগুলোর মধ্যে।
এরই ফাঁকে বিপিএল গভর্ণিং কাউন্সিল
ব্যাস্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন
নিয়ে। এই অনুষ্ঠানকে কতভাবে আকর্ষণীয়
করে তোলা যায় সেটাই এখন তাদের মূল
ভাবনার বিষয়। যে কারণে অনুষ্ঠান
মাতাতে আনা হচ্ছে বলিউডের এই দুই
সুপারস্টারকে। শুধু হৃত্বিক রোশন কিংবা
জ্যাকুলিন ফার্নান্দেজ নন, তাদের সঙ্গে
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে
আসছেন জনপ্রিয় গায়ক কৃষ্ণাকুমার কুন্নাথ
(কেকে)। মিরপুর শেরে বাংলা ক্রিকেট
স্টেডিয়ামে ১৯ কিংবা ২০ নভেম্বর
বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১০টা
পর্যন্ত চলবে এই জমজমাট উদ্বোধনী
অনুষ্ঠানটি।
শুধুমাত্র বিদেশী তারকা দিয়েই সাজানো
হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠানটি। থাকছেন
দেশী নামি-দামি তারকারাও। উদ্বোধনী
অনুষ্ঠান সম্পর্কে এমনটাই জানিয়েছেন
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য এবং
বিসিবি পরিচালক শেখ সোহেল।
তবে দর্শকদের জন্য একটু হতাশার খবরও
আছে বৈ কি। কারণ ঝমকালো এই
অনুষ্ঠানটি দেখতে হলে একটু হাতখোলা
হতেই হবে দর্শকদের। কারণ, টিকিটের চড়া
মূল্য। টিকিটের সম্ভাবন্য মূল্য ৩শ’ টাকা
থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত।
জানা গেছে, এই অনুষ্ঠান আয়োজন করতেই
বিসিবির ব্যায় হবে প্রায় আড়াই থেকে
তিন কোটি টাকা।
বিসিবি পরিচালক শেখ সোহেল
সাংবাদিকদের জানান, ‘এরই মধ্যে
হৃত্বিক, জ্যাকুলিন ও কেকের সঙ্গে চুক্তি
করে ফেলেছি। তারা যে আসবেন এটাই
নিশ্চিত বলা চলে।’ যদিও এই তিন
তারকাকে আনতে কেমন ব্যায় হবে তা
জানাননি তিনি। শেখ সোহেল বলেন,
‘আসলে ওদের পক্ষ থেকে আমাদেরকে
নিষেধ করা হয়েছে যেন তাদের সঙ্গে
চুক্তি টাকার পরিমাণটা কোন ভাবেই
প্রকাশ না করি।’
দেশী শিল্পিদের মধ্যে কারা কারা
থাকছে- এ বিষয়ে শেখ সোহেল বলেন,
‘রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মমতাজ
এই তিন জনের মধ্যে একজন থাকবেন। সেই
সঙ্গে ব্যান্ড দলের মধ্যে মাইলস,
এলআরবিও থাকতে পারে। আমরা সবার
সঙ্গে কথা বলছি।’

শেয়ার করুন

পাঠকের মতামত