ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ১০ ডিসেম্বর
ছবি: এলএবাংলাটাইমস
আজ শনিবার (১০ ডিসেম্বর) কাতার বিশ্বকাপ- ২০২২ এর কোয়ার্টার-ফাইনালে মাঠে গড়াচ্ছে দুইটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হচ্ছে মরক্কো-পর্তুগাল এবং ফ্রান্স-ইংল্যান্ড।
এদিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মরক্কো এবং পর্তুগাল। এখন পর্যন্ত স্বপ্নের মতো বিশ্বকাপ কাটছে মরক্কোর। প্রথমবারের মতো বিশ্ব সেরার মঞ্চে কোয়ার্টার-ফাইনাল খেলছে আফ্রিকার দলটি। কখনো বৈশ্বিক আসরে ফাইনাল খেলতে না পারা পর্তুগালও আছে দারুণ ছন্দে। মুখোমুখি লড়াইয়ে সমানে-সমান পর্তুগাল ও মরক্কো। অবশ্য মরক্কোর জন্য স্বস্তির বিষয়টি হলো পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের কাছ থেকে একটি গোলও হজম করতে হয়নি তাদের। কানাডার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচটাতেও একটি গোল ছিল আত্মঘাতী। বিশ্বকাপে দুইবারের মুখোমুখি লড়াই থেকেও প্রেরণা নেওয়ার মতো উদাহরণ তাদের আছে। ১৯৮৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে ৩-১ গোলে পর্তুগালকে হারিয়েছিল মরক্কো। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে অবশ্য গ্রুপ পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে তারা হার দেখেছিল।
এই দিনের অপর ম্যাচে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী বেলা ১১টায় আল বায়্যিত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-ইংল্যান্ড। ফিফা ফুটবল বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে এই দুই দলের ফুটবল লড়াইটা শুরু ১৯২৩ সাল থেকে। এখন পর্যন্ত মোট ৩১ বারের দেখায় ইংল্যান্ড জিতেছে ১৭ বার আর ফ্রান্স ৯ বার। ম্যাচ ড্রয়ে গড়িয়েছে পাঁচবার। দুই দলের প্রথম ছয় দেখায় ছয় জয়ই ইংল্যান্ডের। তবে কালক্রমে নতুন শতকে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ২০০০ সাল থেকে মোট সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। এরপর ছয় জয় ফ্রান্সের আর প্রীতি ম্যাচে এক জয় ইংলিশদের।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন