তাইজুল ঝলকে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা
ছবি: এলএবাংলাটাইমস
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতে কিছুটা ভালো করলেও স্পিনে দুর্বল হয়ে যায় ব্যাটসম্যানরা। ষষ্ঠ ওভারে বল হাতে আসেন তাইজুল ইসলাম। এরপর থেকে ধীরে ধীরে রান কমে আসতে শুরু করে।
প্রথম সেশনটা অনেকটা ভালোই যায় টাইগারদের। ৩৫ বলের ব্যবধানে ৭ রান দিয়ে ৩ উইকেট উঠে আসে। লোকেশ রাহুলকে ২২ রান, শুভমান গিলকে ২০ এবং বিরাট কোহলিকে ১ রানে ফিরিয়ে দারুণ শুরু করে বোলাররা।পরে অবশ্য ১৪ ওভারে এসে ইনিংসেরই প্রথম ছক্কা মারেন ঋষভ পন্ত। পূজারা ও পন্তের জুটি অটুট থেকেই শেষ হয় প্রথম সেশন। মধ্যাহ্নবিরতির পর আক্রমণের চেষ্টা করলেও মিরাজের বলে নিচু হয়ে আলতো করে খেলার চেষ্টায় বোল্ড হন পন্ত। এরপর দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট পড়তে দেয়নি পূজারা-আয়ার জুটি।
দিনের শেষ সেশনে ভারতীয় দলে আঘাত হানেন তাইজুল ইসলাম। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা পূজারাকে ৯০ রানে বোল্ড করেন তিনি।এদিকে, ইনজুরির কারণে প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াডে নেই তামিম ইকবাল। তার পরিবর্তে ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন জাকির হাসান। এই ম্যাচের মধ্য দিয়েই টেস্টে তার অভিষেক হলো।
ম্যাচের আগের দিন সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা জাগলেও প্রথম টেস্টে ঠিকই নেমে পড়েন টসে। যদিও গতকাল পিঠের চোটে হাসপাতালে স্ক্যান করাতে হয়েছিল এই টাইগার অধিনায়কের।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন