প্রেসিডেন্ট পদে যোগ্য নন ট্রাম্প, ১১১ সাবেক রিপাবলিকান এমপির চিঠি
‘সল্ট বি’র হাতে বিশ্বকাপ, ভক্তরা নাখোশ
ফিফা বিশ্বকাপ ট্রফির আলাদা মহিমা আছে। বিশ্বকাপ জয়ী ফুটবলার এবং রাষ্ট্রপ্রধানরা ছাড়া এই শিরোপা স্পর্শ করতে পারেন না কেউ। শিরোপা জয়ের পর উদযাপনের জন্য যে রেপ্লিকা দেওয়া হয় তা ছুঁয়ে দেখার সংখ্যাও সীমিত করে দেওয়া হয়।
পরিবার, কোচিং স্টাফদের বাইরে শিরোপা হাতে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর শিরোপা হাতে পোজ দিতে দেখা যায় ‘সল্ট বি’ নামে পরিচিত বিখ্যাত তুর্কি রন্ধন শিল্পীর। ডি মারিয়া তার হাতে শিরোপা দেন। ওই ঘটনায় ভক্তরা কড়া ভাষায় সমালোচনা করেছেন।
ইনস্টাগ্রামে এক ভক্ত সল্টের উদ্দেশ্যে লিখেছেন, আপনার এই শিরোপা স্পর্শ করা উচিত নয়। কারণ আপনি বিশ্ব চ্যাম্পিয়ন নন। অন্য একজন লিখেছেন, আমি মনে করি এই শিরোপা ছোঁয়ার অধিকার কেবল চ্যাম্পিয়নদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত।সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী দু’জন লিখেছেন, আপনি কেন শিরোপা ধরে আছেন (সল্ট)। আপনার তো মাঠেই যাওয়া উচিত নয়। এই শিরোপার জন্য খেলোয়াড়রা পরিশ্রম করেছেন। তাদের উদযাপনের সুযোগ করে দেওয়া উচিত। সেলফির জন্য পেছনে ঘোরাও উচিত নয়।
এর আগে ২০১৪ বিশ্বকাপে সঙ্গীত শিল্পী রিয়ান্না প্রথম নিয়ম ভেঙেছিলেন। তিনি দাবি করেছিলেন, তিনি বিশ্বকাপ শিরোপা ছুঁয়েছেন, চুমু খেয়েছেন এবং শিরোপার সঙ্গে সেলফিও তুলেছেন। জার্মানির ম্যাচ পরবর্তী উদযাপনের সময় নাকি তিনি শিরোপা হাতে নেন। তখন রিয়ান্নাও সমালোচনার শিকার হয়েছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন