প্রথম ওভারেই রয়কে ফেরালেন সাকিব
ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। ৪৭.২ ওভারে অলআউট হয়েছে ২০৯ রানে। জবাব দিতে নামা ইংল্যান্ড শিবিরে প্রথম ওভারেই ধাক্কা দিয়েছেন সাকিব আল হাসান।
ইংল্যান্ড ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ওপেনার ফিল সল্ট এবং তিনে নামা ডেভিড ম্যালান। ওপেনার জেসন রয় ৪ রান করে সাকিবের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। এর আগে বাংলাদেশের হয়ে ৮২ বলে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন তিনে নামা নাজমুল শান্ত। ছয়টি চারের শটে ওই রান করেন তিনি। এছাড়া মাহমুদউল্লাহ ৩১, তামিম ইকবাল ২৩ ও মুশফিকুর রহিম ১৭ রান করেছেন।
ইংল্যান্ডের হয়ে পেসার জোফরা আর্চার ও মার্ক উড এবং স্পিনার মঈন আলী ও আদিল রশিদ দুটি করে উইকেট নিয়েছেন। উইল জ্যাক ও ক্রিস ওকস নিয়েছেন একটি করে উইকেট।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন