বিশ্বে ১ কোটি ৪০ লাখ শিশু অপুষ্টির মুখে, মৃত্যুঝুঁকি আছে: ইউনিসেফ
মৃত্যুবার্ষিকীতে ওয়ার্নকে স্মরণ করলেন শচীন
ছবি: এলএবাংলাটাইমস
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্নের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাকে মারা যান ওয়ার্ন। ওয়ার্নের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকার।
টুইটারে ওয়ার্নের সঙ্গে ছবি দিয়ে টেন্ডুলকার লিখেছেন, ‘আমরা মাঠে কিছু স্মরণীয় ম্যাচ খেলেছি এবং একইভাবে স্মরণীয় মুহূর্তগুলি ভাগাভাগি করেছি। আমি আপনাকে শুধু একজন মহান ক্রিকেটার হিসেবেই মিস করছিনা, একজন ভালো বন্ধু হিসেবেও মিস করি। আমি নিশ্চিত, আপনি দারুণ ক্যারিশমা দিয়ে স্বর্গকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলেছেন, ওয়ার্ন!’
ক্রিকেট মাঠে ওয়ার্ন ও টেন্ডুলকারের লড়াইটা ছিলো উত্তেজনাপূর্ণ। কিন্তু মাঠের বাইরে একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন তারা। ওয়ার্ন ও টেন্ডুলকারের বন্ধুত্বে কথা বিশ্ব ক্রিকেটের অজানা নয়। ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি স্পিনারদের একজন ওয়ার্ন। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্ন। ১৪৫টি টেস্টে ৭০৮টি উইকেট শিকার করেছেন এই অজি কিংবদন্তি।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন