বিশ্বে ১ কোটি ৪০ লাখ শিশু অপুষ্টির মুখে, মৃত্যুঝুঁকি আছে: ইউনিসেফ
পিছিয়ে পড়েও আর্সেনালের নাটকীয় জয়
ছবি: এলএবাংলাটাইমস
নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ম্যানসিটির জয়ে চাপে পড়েছিল আর্সেনাল। তা আরও বেড়ে যায় মাঠে নামার পরপরই। ঘরের মাঠে এএফসি বোর্নমাউথের কাছে প্রথম মিনিটেই গোল হজম করে। ঘুরে দাঁড়াতে মরিয়া গানারদের দেয়ালে পিঠ ঠেকে যায় দ্বিতীয়ার্ধের আরেকটি গোলে।
দুই গোলে পিছিয়ে পড়া আর্সেনাল হাল ছাড়েনি। দুই গোল শোধ দেয় তারা। তারপর ইনজুরি সময়ের সপ্তম মিনিটে গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ গোলের জয় পায় মিকেল আর্তেতার দল। তাতে ফের ৫ পয়েন্টে ম্যানসিটিকে পেছনে ফেলে শীর্ষে থাকলো আর্সেনাল।
ম্যাচ শুরুর বাঁশি বাজতেই এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের নিস্তব্ধ করে দেয় বোর্নমাউথ। ডাঙ্গো ওয়াত্তারা নিচু ক্রস দেন, আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল বল ঠেকাতে পারেননি। গোলমুখের সামনে দাঁড়িয়ে থাকা ফিলিপ বিলিং জালে জড়ান বল। মাত্র ৯.১১ সেকেন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম গোল করেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়েও আর্সেনাল আশা হারায়নি। ৫ মিনিট পরেই থমাস পার্টি বোর্নমাউথ কিপার নেতোকে পরাস্ত করেন। ব্যবধান কমানোর আট মিনিট যেতে বেন হোয়াইটের ভলি নেতোর দুর্দান্ত ডাইভকে ব্যর্থ করে গোললাইন অতিক্রম করে।
অবনমনের তালিকায় থাকা বোর্নমাউথ তারপরও অন্তত একটি পয়েন্ট নিয়ে ফিরে যাওয়ার আশা করেছিল। ইনজুরি সময় হিসেবে যোগ করা হয় ৬ মিনিট। সেখানেও অপ্রতিরোধ্য ছিল অতিথিরা। কিন্তু বদলি নামা রেইস নেলসন সপ্তম মিনিটে তাদের চমকে দেন, অবিস্মরণীয় প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করে আর্সেনালকে এনে দেন স্বস্তির জয়।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন