তাসকিনের পরিবর্তে টেস্ট দলে রাজা
ছবি: এলএবাংলাটাইমস
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারছেন না টাইগার পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তাসকিন। তাসকিনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক পেসার রেজাউর রহমান রাজা।
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন তাসকিন। সাইড স্ট্রেইনের কারণে মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে শুরু হওয়া টেস্টে খেলতে পারবেন না তিনি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সুস্থ হতে তাসকিনের কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। আর তাই তাকে ছাড়ায় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
সোমবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে পেসার রাজার টেস্ট দলে রাজার অন্তর্ভুক্তির কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৪ ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন রাজা।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন