আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি: মাশরাফি
ছবি: এলএবাংলাটাইমস
ক্রিকেটের আইনপ্রণেতা মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সম্মানসূচক এই সদস্যপদ পেলেন ম্যাশ।
বুধবার (৫ এপ্রিল) আধুনিক ক্রিকেটে অবদান রাখা ১৯ জন নতুন নারী ও পুরুষ ক্রিকেটারের তালিকা প্রকাশ করে সংস্থাটি।
সম্মানসূচক এই সদস্যপদ পেয়ে বেশ উচ্ছ্বসিত মাশরাফি। এমসিসি সদস্যপদ পাওয়ার পর ভ্যারিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। মাশরাফি লিখেন, 'এমসিসি'র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি।'
তিনি আরও লিখেন, 'মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের।
বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়া প্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।'
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন