কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ৫০০ কোটি পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চান
কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও ব্যাংকার শেখ জসিম বিন হামাদ আল থানি ম্যানচেস্টার ইউনাইটেডের পুরো মালিকানা পেতে তৃতীয়বারের মতো দরপ্রস্তাব করেছেন। ব্রিটিশ বিলিয়নিয়ার জিম র্যাটক্লিফও তৃতীয়বারের মতো দরপ্রস্তাব করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কেনার জন্য। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি কেনার দৌড়ে এ দুজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এটাই দুজনের চূড়ান্ত দরপ্রস্তাব।
তৃতীয়বারের মতো এই দরপ্রস্তাব হাঁকার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল গতকাল পর্যন্ত। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইউনাইটেড কেনার জন্য তৃতীয় দফায় ৫০০ কোটি পাউন্ডের কিছু বেশি দর হেঁকেছেন শেখ জসিম। র্যাটক্লিফ কত দাম হেঁকেছেন, তা জানা যায়নি।
সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শেখ জসিম ম্যানচেস্টার ইউনাইটেডের শতভাগ মালিকানা পেতে চান এবং দলবদলের বাজারে টাকা ঢালার পাশাপাশি ক্লাবের অবকাঠামো পাল্টানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। অনুশীলনকেন্দ্র ঠিক করার পাশাপাশি ওল্ড ট্র্যাফোর্ড সংস্কার কিংবা নতুন একটি স্টেডিয়াম বানানোর পরিকল্পনা রয়েছে শেখ জসিমের দরপ্রস্তাবে। এ ছাড়াও ইউনাইটেডের ৬২ কোটি ডলার দেনা মোচনের প্রতিশ্রুতিও দিয়েছেন শেখ জসিম।
কেমিক্যাল ব্যবসায়ী র্যাটক্লিফ শৈশব থেকেই ইউনাইটেডের ভক্ত। গত বছর চেলসি কেনার চেষ্টার করেও পারেননি। এএফপি জানিয়েছে, শেখ জসিমের মতো র্যাটক্লিফ ইউনাইটেডের শতভাগ মালিকানা চান না। ৫০ ভাগের কিছু বেশি মালিকানার জন্য দরপ্রস্তাব হেঁকেছেন র্যাটক্লিফ, যাতে ক্লাবটির নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারেন।
র্যাটক্লিফ যে দরপ্রস্তাব দিয়েছেন, সে অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডের নির্বাহী কো-চেয়ারম্যান জোয়েল ও আভ্রাম গ্লেজারের ভাগে ক্লাবের ২০ শতাংশ করে শেয়ার থেকে যায়। যুক্তরাস্ট্রের ধনকুবের গ্লেজার পরিবারের মালিকানায় ইউনাইটেডকে অনেক সমর্থকই দেখতে চান না।
ইউনাইটেড বিক্রি করতে এর আগে রেকর্ড ৬০০ কোটি পাউন্ড দাম হেঁকেছিল গ্লেজার পরিবার। শেখ জসিম কিংবা র্যাটক্লিফের দরপ্রস্তাব তার চেয়ে কম অর্থের। অর্থাৎ, গ্লেজার পরিবার শেখ জসিম এবং র্যাটক্লিফের দরপ্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে।
সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউনাইটেডকে গ্লেজার পরিবার বিক্রি করলে তা খেলাধুলায় কোনো ক্লাব বিক্রিতে সর্বোচ্চ খরচের রেকর্ড ভেঙে দেবে।
গত বছর মে মাসে ৪২৫ বিলিয়ন পাউন্ডে চেলসি কিনেছেন যুক্তরাস্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি। খেলাধুলায় কোনো ক্লাব বিক্রিতে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ খরচের রেকর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও খ্যাতিমান ক্লাবগুলোর একটি। ডেলয়েটের হিসাব অনুযায়ী এটি বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ধনী ক্লাবও।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন