আপডেট :

        ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক

        মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

        ক্যালিফোর্নিয়ার নতুন কংগ্রেসনাল মানচিত্র বহাল রাখল ফেডারেল আদালত, ডেমোক্র্যাটদের বড় জয়

        ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি খাতে ২ বিলিয়ন ডলার অনুদান বাতিল

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

নাটকীয় ম্যাচ হেরে সাফ ফুটবল থেকে বাংলাদেশের বিদায়

নাটকীয় ম্যাচ হেরে সাফ ফুটবল থেকে বাংলাদেশের বিদায়

শেষ চার মিনিটে বাংলাদেশ-
মালদ্বীপ ম্যাচে হলো নাটকীয়তা।
ইনজুরি টাইমেও তাই। ৩ গোল হলো।
বাংলাদেশ গোল করে ম্যাচে ফিরল।
মনে হলো, টিকে থাকবে
বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের
গ্রুপ পর্ব পার হওয়ার স্বপ্ন। কিন্তু ৩
মিনিট পর মালদ্বীপ গোল করে আবার
লিড নিল। এর পর ইনজুরি টাইমে
আরেকটি গোল করল মালদ্বীপ। ভাগ্য
বাংলাদেশকে নিয়ে খেলল। আর সেই
খেলা শেষে মালদ্বীপের কাছে ৩-১
গোলে হেরে সাফ থেকে
বাংলাদেশের প্রায় নিশ্চিত হলো।
পরের ম্যাচে আফগানিস্তান ৩-০
গোলে ভুটানকে হারানোয়
বাংলাদেশের বিদায় পুরো নিশ্চিত
হলো। টানা তিনটি সাফ আসরের গ্রুপ
পর্ব থেকেই বিদায় হলো ২০০৩ সালের
চ্যাম্পিয়নদের। 'বি' গ্রুপে টানা দুই
জয়ে সেমিফাইনালে উঠে গেছে
মালদ্বীপ ও আফগানিস্তান।
অনেক স্বপ্ন দেখিয়েছিলেন নতুন
কোচ মারুফুল হক। স্বপ্ন দেখিয়েছিল
অধিনায়ক মামুনুল ইসলামের দল। সাফ
ফুটবলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশন
নিয়ে কেরালায় গিয়েছিল তারা।
কিন্তু সেই তাদের স্বপ্নভঙ্গ হলো।
শনিবার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে
মালদ্বীপের হারার আগের ম্যাচে
আফগানিস্তানের কাছে ৪-০ গোলে
হেরেছে বাংলাদেশ।
৮৬ মিনিট পর্যন্ত মালদ্বীপ এগিয়ে ১-০
গোলে। এক আক্রমণে হেমন্ত বিশ্বাস
গোল করলেন। প্রাণ ফিরে পেল
বাংলাদেশ। কিন্তু এই অনুভূতি টিকল ৩
মিনিট! সুপার সাব হাসান নাইজ ৮৯
মিনিটে করলেন গোল। আবার লিড
মালদ্বীপের। ৫ মিনিটের স্টপেজ
টাইম ছিল। আরেক বদলী নাশিদ
আহমেদ গোল করে বাংলাদেশকে
উপহার দিলেন দুঃস্বপ্ন।
এই ম্যাচে খেলার শুরুতে মালদ্বীপ
ছিল এগিয়ে। কিন্তু আস্তে আস্তে
গুছিয়ে ওঠে বাংলাদেশ। তারা যায়
আক্রমণে। ২৬ মিনিটে ওয়ালি
ফয়সালের ক্রসে বল উড়ে যায়
মালদ্বীপের বক্সের ডান প্রান্তে।
হেড করেছিলেন জাহিদ হোসেন। বল
গিয়ে লাগে ক্রস বারে। ফিরে আসা
বল ক্লিয়ার করেন মালদ্বীপের
ডিফেন্ডার।
২৮ মিনিটে প্রায় নিশ্চিত গোলের
সুযোগ মিস করে বাংলাদেশ। মাঝ
মাঠ থেকে জামাল ফাসির আলির
চেষ্টা রুখেছিলের গোলকিপার
শহিদুল। কিন্তু বল ফসকে গিয়েছিল
হাত থেকে। সেই বলে ইমাজ শট
নিলেও গোল করতে পারেননি। ভুইয়ার
পাঠানো বল মালদ্বীপের ডি বক্সের
বাইরে পান হেমন্ত বিশ্বাস। তার
সামনে ছিল কেবল গোলরক্ষক। কিন্তু
হেমন্তের শটে বল জালে জড়ায়নি।
৪১ মিনিটে খেলার ধারার বিপরীতে
আক্রমণ করে পেনাল্টি পেয়ে যায়
মালদ্বীপ। ডি বক্সের মধ্যে আহমেদ
ইমাজের একটি শট ঠেকাতে গিয়ে বল
ফয়সালের হাতে লাগে। পেনাল্টি
থেকে শহিদুল আলমকে পরাস্ত করে
গোল করে দলকে লিড এনে দেন আলি
আশফাক। এই লিড নিয়েই বিরতিতে
যায় মালদ্বীপ।
বিরতির পরও মালদ্বীপের ওপর চাপ
বজায় রেখে খেলতে থাকে
বাংলাদেশ। ডান প্রান্ত থেকে গোল
বক্সের মধ্যে ক্রস পাঠান হেমন্ত।
মামুনুল হেড করেছিলেন। কিন্তু
ভালোভাবে হেড করতে না পারায় বল
দিশা হারায়।
পাল্টা আক্রমণের ওপর ভর করে
খেলছিল মালদ্বীপ। ৬৫ মিনিটে
বাংলাদেশকে কাঁপিয়ে দেয় তারা।
ফ্রি কিক থেকে ফাসির আলির
পাঠানো বল ঠেকিয়ে দিয়েছিলেন
শহিদুল। কিন্তু ফসকে যাওয়া বলে শট
নিয়েছিলেন ইমাজ। গোল করতে
পারেননি।
শেষের দিকে একছত্র আধিপত্য রেখে
খেলতে থাকে মালদ্বীপ। বাংলাদেশ
বিচ্ছিন্ন আক্রমণ করলেও গোলের
সুযোগ তৈরি হচ্ছিল না। এরপর আসে
হেমন্তের ওই মুহূর্ত। তারপর আবার
নাটকীয়তা। হাসান নাইজের গোল
করেন। নাসিদ আহমেদ ইনজুরি টাইমে
বাংলাদেশের কফিনে পুরে দেন শেষ
পেরেকটা।


শেয়ার করুন

পাঠকের মতামত