আপডেট :

        সিলেটে পাথরের সঙ্গে শাহ আরেফিন টিলাও লুট হয়ে গেল

        ডাকসুর আজীবন সদস্যের প্রস্তাবে হাসিনা মানতে পারেননি ‘ভেটো’, প্রতিশোধ নিতে একের পর এক হামলা

        চীনের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বস্তিতে ভারত

        যুক্তরাষ্ট্রে শিপিং জালিয়াতি মামলায় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির কারাদণ্ড

        আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী বেড়ে রেকর্ড গড়ল অন্টারিও বিমানবন্দর

        ক্যালিফোর্নিয়ায় গুলিতে তিনজনের মৃত্যু

        মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬,০০০ শিক্ষার্থী ভিসা বাতিল করেছে

        বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু

        সংবাদ সম্মেলনে ফেডারেল এজেন্ট মোতায়েন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিউসমের

        ক্যালিফোর্নিয়ায় পানির নিচ থেকে নিখোঁজ মা ও শিশুর মরদেহ উদ্ধার

        ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছে তিন রিপাবলিকান অঙ্গরাজ্য

        হারিকেন এরিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে, আকারে বড় হচ্ছে ঝড়

        আনাহাইমে কার ওয়াশ ও হোম ডিপোতে অভিবাসন অভিযান, আটক একাধিক ব্যক্তি

        সান বার্নার্ডিনোতে অভিবাসন অভিযানে ফেডারেল এজেন্টের গুলি

        এয়ার কানাডার ফ্লাইট রবিবার থেকে চালু

        দেশে ফেরার সম্ভাবনা শেষ! সাকিবের ভবিষ্যৎ অনিশ্চিত

        ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টার স্পষ্ট ঘোষণা

        প্রথম দিনেই ‘ধূমকেতু’ ২ কোটি আয় করল

        ওয়েব সিরিজে ‘ছোট বাদশা’ আরিয়ান খান, বাবার ভঙ্গিতেই ডেবিউ

        ইয়েমেনের রাজধানীতে বিস্ফোরণ: ইসরায়েলের হামলায় বিদ্যুৎকেন্দ্রে আগুন

তামিমের পর গণভবনে ডাক পড়ল পাপনের

তামিমের পর গণভবনে ডাক পড়ল পাপনের

অভিমান থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়া তামিম ইকবালকে ক্রিকেটে ফেরাতে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডাক পেয়ে সাবেক সতীর্থ মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে গণভবনে অবস্থান করছেন তামিম। কিছুক্ষণ পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ডাক পড়ে গণভবনে।

বিকাল ৩টার দিকে গণভবনে প্রবেশ করেন তামিম। সঙ্গী দীর্ঘদিনের সতীর্থ মাশরাফি বিন মুর্তজা ও স্ত্রী আয়শা ইকবাল। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কিছু সময় কথা হওয়ার পরই ডাক পড়ে বিসিবি প্রধানের। তারা এখন গণভবনে অবস্থান করছেন।

সবাইকে অবাক করে দিয়ে বৃহস্পতিবার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ক্রীড়ামোদিরা। তাকে ফেরার কথা বিবেচনা করতে বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এবার এই বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তামিমকে ডেকেছেন। তার ডাকে সাড়া দিয়ে শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন বাঁহাতি ওপেনার। বিসিবি সভাপতি নাজমুল হাসান গতকাল থেকে তামিমের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার পর নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির মাধ্যমে তাকে ডেকে নেন প্রধানমন্ত্রী। মাশরাফি ও তামিম, দুজনেরই ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রাম থেকে শুক্রবার সকালেই ঢাকায় ফেরেন তামিম। দুপুর ১টার দিকে মাশরাফির সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীর। পরে দুপুর ৩টার দিকে গণভবনে যান তামিম, তার স্ত্রী আয়শা ও মাশরাফি। আধ ঘণ্টার মতো প্রাথমিক কথোপকথনের পর সেখানে ডেকে নেওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসানকেও। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে সেটি অনুমান করে নিতেও সমস্যা হওয়ার কথা নয়। সরকার প্রধানের কথায় তামিমের সিদ্ধান্ত শেষ পর্যন্ত বদলে যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা।

এর আগে তামিমের হুট করে নেওয়া সিদ্ধান্তে বৃহস্পতিবার রাতে জরুরি সভা ডাকে বিসিবি। সভার পর সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা চাই তামিম সিদ্ধান্ত বদল করে ফিরে আসুক। তাহলে খুশি হবো।’ তিনি আরও বলেছেন, ‘তামিমের সংবাদ সম্মেলনের পর যোগাযোগ করেও তাকে পাইনি। তারপর তার ভাই নাফিসের মাধ্যমে বার্তা দিয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি। আমরা তার উত্তরের অপেক্ষায়।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের চলতি ওয়ানডে সিরিজটি অধিনায়ক হিসেবেই শুরু করেন তামিম। কিন্তু প্রথম ম্যাচের হারার পর দিন বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটলে নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকে কান্নাভেজা চোখে জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘটনা। অবসরের সিদ্ধান্ত নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন বলে জানান তিনি। এর পেছনে 'ভিন্ন ভিন্ন' কারণ আছে বলেও জানান। তবে সেসব কারণের বিস্তারিত কিছু জানাননি।

তবে একটি কারণের কথা গণমাধ্যমকে জানান তামিম। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফিটনেস নিয়ে মন্তব্যের জের ধরে বিসিবি সভাপতি যেভাবে প্রকাশে তামিমকে তুলাধুণা করেন, তাতে মানসিকভাবে আহত হন তিনি। অবসরের সিদ্ধান্তে এটি প্রভাবক হিসেবে কাজ করেছে বলে জানান তামিম।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত