সাকিবের নির্বাচনী প্রারণায় বিজয়
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের নির্বাচনী প্রারণায় দেখা গেছে বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারকে। এবার সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় গেলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়।
শনিবার (৬ জানুয়ারি) সামাজক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিবের সঙ্গে ছবি পোস্ট করে বিজয় লেখেন, 'বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র এবার ভিন্ন পরিচয়ে। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিজের দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজত করার উদ্যোগ। ব্যাট এবং বল হতে দেশকে বিশ্ব দরবারে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডার নিজের নতুন লড়াইয়ে সফল হবেন সেই দোয়া ও ভালোবাসা। দেশের মানুষ সুষ্ঠ ভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন এমনটাই প্রত্যাশা।'
এর আগে সাকিবের নির্বাচনী প্রচারণায় শেষ সময়ে অংশ নিয়েছিলেন লড়াইল-২ আসনে নৌকার প্রার্থী ও জাতীয় দলের সাবক অধিনায়ক মাশরাফি মর্তুজা, সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হাসান অপু সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন