বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
মার্কিন ওপেনারকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান
খেলাধুলাঃ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ।
শনিবার (২৫ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ভালো শুরুর পর দ্রুতই জোড়া উইকেট হারিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ওপেনার অ্যান্ড্রিস গাউসকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।
টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর ও অ্যান্ড্রিস গাউস। উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেন এই দুই ব্যাটার।
এরপরই সাজঘরে ফিরে যান তারা। গাউসকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। ১৫ বলে ২৭ রান করেন তিনি। এই উইকেট নিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।
গাউসের বিদায়ের পর ২০ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান জাহাঙ্গীর। ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন