২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা
জিতলে বেঁচে থাকবে সুপার এইটে খেলার আশা
হারলেই বাদ। জিতলে বেঁচে থাকবে সুপার এইটে খেলার আশা। এমন সমীকরণ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। পাক পেসারদের নৈপুণ্যে কানাডাকে অল্প রানের মধ্যে আটকে রেখেছে পাকিস্তান। জয়ের জন্য প্রয়োজন ১০৭ রান।
মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদি-নাসিম শাহর বোলিং তোপে ধুঁকতে থাকে কানাডা।
দলীয় ৫৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে কানাডা। তবে ব্যাটারদের আশা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রাখেন ওপেনার অ্যারন জনসন।
কানাডার এই ওপেনারের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে কানাডা। জনসন করেন ৪৪ বলে ৫২ রান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ও হারিস রউফ নেন ২টি করে উইকেট।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন