বাংলাদেশের দেওয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করছে নেদারল্যান্ডস
বাংলাদেশের দেওয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করছে নেদারল্যান্ডস। ব্যাট করতে নেমে ৩ উইকেট হা্রালেও রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন ডাচ ব্যাটাররা। তবে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান লেগ স্পিনার রিশাদ হোসেন।
১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে নেদারল্যান্ড। দেখেশুনে খেলতে থাকেন দুই ডাচ ওপেনার মাইকেল লেভিট, ম্যাক্স ও’দাউদ। উদ্বোধনী জুটিতে ২২ রান যোগ করেন তারা।
এরপর ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন। ১৬ বলে ১৮ রান করা লেভিটকে আউট করেন এই টাইগার পেসার।
এরপর দলীয় ৩২ রানে ডাচ শিবিরে আঘাত হানেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। ১৬ বলে ১২ রান করা ম্যাক্স ও’দাউদকে আউট করেন সাকিব। এরপর সিব্রান্ড এঙ্গেলব্রেখটকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বিক্রমজিত সিং।
তবে দলীয় ৬৯ রানে ১৬ বলে ২৬ রান করে ফিরে যান বিক্রমজিত। তার বিদায়ের পর অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে সঙ্গে নিয়ে রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন এঙ্গেলব্রেখট।
দলীয় ১১১ রানে এঙ্গেলব্রেখটকে আউট করে বাংলাদেশকে স্বস্তি দেন দেন রিশাদ হোসেন। ২২ বলে ৩৩ রান করে আউট হন এঙ্গেলব্রেখট। একই ওভারে বাস ডি লিডকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই লেগ স্পিনার। ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন