আপডেট :

        আইটি ল্যাব সলিউশন্স লি’র ১৪ বছর পূর্তি: প্রযুক্তি খাতে নতুন মাইলফলক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও বৃষ্টির সম্ভাবনা—মঙ্গলবার ও সপ্তাহজুড়ে আবহাওয়ার পূর্বাভাস

        ক্যালিফোর্নিয়ার ‘মুখোশ নিষিদ্ধ আইন’ নিয়ে ট্রাম্প প্রশাসনের মামলা

        স্টর্ম আরও তীব্র: লস এঞ্জেলেসে ভারি বৃষ্টি, বজ্রঝড় ও বন্যার আশঙ্কা বৃদ্ধি

        ক্যালিফোর্নিয়ার প্রিয় ফুটবল কোচ জন বিম হত্যায় সন্দেহভাজনের স্বীকারোক্তি

        চিনো হিলসে বাড়িতে বিস্ফোরণ: ৩ প্রাপ্তবয়স্ক ও ৬ শিশু হাসপাতালে

        শার্লটে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে দুই দিনে ১৩০ জন গ্রেপ্তার

        মার্কিন ৫০% শুল্কের মধ্যেও ভারতের যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে, কমছে উত্তেজনা

        অস্ট্রেলীয় বিচ ব্র্যান্ড ‘Swim Shady’-কে আইনি নোটিশ এমিনেমের

        হাইড পার্কে বাংগালোতে আগুন—৬৫ বছর বয়সী নারীর লাশ উদ্ধার

        সপ্তাহান্তের প্রবল বৃষ্টির পর আবারও ঝড়ের আঘাত আসছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়

        চিনো হিলসের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা; আহত ৮

        টোপাঙ্গা ক্যানিয়ন বুলেভার্ডে ভূমিধসের আশঙ্কা, সোমবার দুপুর পর্যন্ত সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়ার এক কিশোরকে বন্দুক দেখিয়ে আটক, অফ-ডিউটি ICE এজেন্ট গ্রেপ্তার

        গুলিবিদ্ধ নিউইয়র্ক জেটসের খেলোয়াড় ক্রিস বয়েড, অবস্থা আশঙ্কাজনক

        শার্লটে ফেডারেল অভিবাসন দমন অভিযান: প্রায় ১০০ জন গ্রেপ্তার

        ইউটিউবার জ্যাক ডহর্টি মিয়ামিতে মাদকসহ গ্রেপ্তার

        জর্জিয়ায় $৯৮০ মিলিয়ন জ্যাকপট জেতা মেগা মিলিয়নস টিকেট বিক্রি হয়েছে

        ডিজনি ও গুগলের চুক্তি: YouTube TV-তে ফের ABC, ESPN ও অন্যান্য Disney চ্যানেল

        হেমেটে ওভারডোজে বর্ডার পেট্রোল এজেন্টের মৃত্যু

ক্রিকেটারদের সামনে বড় চ্যালেঞ্জ

ক্রিকেটারদের সামনে বড় চ্যালেঞ্জ

পাকিস্তানে টেস্ট ফরম্যাটে ইতিহাস গড়ে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে আগামীকাল থেকেই ফের অনুশীলনে ফিরতে হবে তাদের। কারণ সামনে বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আগামী ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। আর এ সফরে দেশ ছাড়ার আগে সোমবার থেকে অনুশীলন করবে টাইগাররা। 


এছাড়া এই সিরিজেও ভালো সাফল্য পেতে দলের আত্মবিশ্বাসটা খুব জরুরি বলেও জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ভারত সিরিজকে সামনে রেখে দলের অনুশীলন নিয়ে গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বললেন, '৯ তারিখ থেকে পুরো দলের অনুশীলন হওয়ার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নিত সৃষ্টি করতে পারে। তবে চেষ্টা করব এর মধ্যে যাতে ভালোভাবে প্রস্তুতিটা নেওয়া যায়।' 

এদিকে পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশ ভালো খেলায় আসন্ন সিরিজে টাইগারদের নিয়ে বাড়তি সতর্ক থাকবে ভারত বলে মনে করেন এই পরিচালক। তিনি বলেন, 'ভারত আগের তুলনায় এবার বাংলাদেশকে আরও সমীহ করবে। আরেকটু পরিকল্পনা করে খেলার চেষ্টা করবে, আগে যেভাবে বাংলাদেশকে দেখতো, সেভাবে দেখবে না। আমার মনে হয় তারা বাংলাদেশের তুলনায় একটু শক্তিশালী প্রতিপক্ষ, তবে যেই মানসিকতা নিয়ে আমরা পাকিস্তানের বিপক্ষে খেলেছি তেমনি ভারতের বিপক্ষে খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা ধারাবাহিক বজায় রাখতে পারি কি না, এটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে।' 

ফাহিম আরও বলেন, 'পাকিস্তানের বিপক্ষে আমরা খেলার ক্ষেত্রে প্রতিপক্ষের ওপর যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে ভারতের বিপক্ষে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। তবে আত্মবিশ্বাসটা খুব জরুরি। সেটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের এখন যেই সামর্থ্য আছে ভালো করার বিশেষ করে বোলিংয়ে যেই শক্তিটা দেখেছি সেটা যদি সঠিক ভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি বিশ্বাস করি আগের থেকে বেশি ডমিনেট করতে পারব।' 

আসন্ন সিরিজে স্বাগতিকরা টাইগারদের যেই জিনিসটা বিশেষ করে সমীহ করবে সেটা হলো বোলিং লাইনআপ। কেননা এই ডিপার্টমেন্টই সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেশ উন্নতি করেছে। হোক সেটা পেস বোলিং কিংবা স্পিন ঘরের মাটিতে অথবা বিদেশ প্রতিপক্ষের মনে ভয় দেখাতে পারে তারা। সবশেষ পাকিস্তান সিরিজেও দেখা গেছে এই চিত্র। ভারত এই বিষয়টি মাথায় রাখবে বলে মনে করেন বিসিবির এই পরিচালক। 

তিনি বলেন, 'অবশ্যই আমাদের বোলিংটাকে তাদের সমীহ করতেই হবে। পেস কিংবা স্পিন দুটাতেই প্রশংসা কুড়াচ্ছে, তাই উইকেট বানানোর ক্ষেত্রে আগে ওদের যেই সুবিধা নেওয়ার ব্যাপার ছিল ওদের পেস আক্রমণ অত্যন্ত সমৃদ্ধ সেটা মাথায় রেখে ঐরকম উইকেট করতে পারত, এখন সেটা যদি করে আমরাও কিন্তু সুবিধা পাব। ওরা যদি স্পিনে যেতে চায় সেখানেও কিন্তু আমাদের শক্তি আছে তাই ওরা যেই ধরনের উইকেটই করুক না কেন, আমাদের কিন্তু চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য আছে।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত