আপডেট :

        ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক

        মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

        ক্যালিফোর্নিয়ার নতুন কংগ্রেসনাল মানচিত্র বহাল রাখল ফেডারেল আদালত, ডেমোক্র্যাটদের বড় জয়

        ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি খাতে ২ বিলিয়ন ডলার অনুদান বাতিল

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

ক্রিকেটারদের সামনে বড় চ্যালেঞ্জ

ক্রিকেটারদের সামনে বড় চ্যালেঞ্জ

পাকিস্তানে টেস্ট ফরম্যাটে ইতিহাস গড়ে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে আগামীকাল থেকেই ফের অনুশীলনে ফিরতে হবে তাদের। কারণ সামনে বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আগামী ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। আর এ সফরে দেশ ছাড়ার আগে সোমবার থেকে অনুশীলন করবে টাইগাররা। 


এছাড়া এই সিরিজেও ভালো সাফল্য পেতে দলের আত্মবিশ্বাসটা খুব জরুরি বলেও জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ভারত সিরিজকে সামনে রেখে দলের অনুশীলন নিয়ে গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বললেন, '৯ তারিখ থেকে পুরো দলের অনুশীলন হওয়ার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নিত সৃষ্টি করতে পারে। তবে চেষ্টা করব এর মধ্যে যাতে ভালোভাবে প্রস্তুতিটা নেওয়া যায়।' 

এদিকে পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশ ভালো খেলায় আসন্ন সিরিজে টাইগারদের নিয়ে বাড়তি সতর্ক থাকবে ভারত বলে মনে করেন এই পরিচালক। তিনি বলেন, 'ভারত আগের তুলনায় এবার বাংলাদেশকে আরও সমীহ করবে। আরেকটু পরিকল্পনা করে খেলার চেষ্টা করবে, আগে যেভাবে বাংলাদেশকে দেখতো, সেভাবে দেখবে না। আমার মনে হয় তারা বাংলাদেশের তুলনায় একটু শক্তিশালী প্রতিপক্ষ, তবে যেই মানসিকতা নিয়ে আমরা পাকিস্তানের বিপক্ষে খেলেছি তেমনি ভারতের বিপক্ষে খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা ধারাবাহিক বজায় রাখতে পারি কি না, এটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে।' 

ফাহিম আরও বলেন, 'পাকিস্তানের বিপক্ষে আমরা খেলার ক্ষেত্রে প্রতিপক্ষের ওপর যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে ভারতের বিপক্ষে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। তবে আত্মবিশ্বাসটা খুব জরুরি। সেটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের এখন যেই সামর্থ্য আছে ভালো করার বিশেষ করে বোলিংয়ে যেই শক্তিটা দেখেছি সেটা যদি সঠিক ভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি বিশ্বাস করি আগের থেকে বেশি ডমিনেট করতে পারব।' 

আসন্ন সিরিজে স্বাগতিকরা টাইগারদের যেই জিনিসটা বিশেষ করে সমীহ করবে সেটা হলো বোলিং লাইনআপ। কেননা এই ডিপার্টমেন্টই সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেশ উন্নতি করেছে। হোক সেটা পেস বোলিং কিংবা স্পিন ঘরের মাটিতে অথবা বিদেশ প্রতিপক্ষের মনে ভয় দেখাতে পারে তারা। সবশেষ পাকিস্তান সিরিজেও দেখা গেছে এই চিত্র। ভারত এই বিষয়টি মাথায় রাখবে বলে মনে করেন বিসিবির এই পরিচালক। 

তিনি বলেন, 'অবশ্যই আমাদের বোলিংটাকে তাদের সমীহ করতেই হবে। পেস কিংবা স্পিন দুটাতেই প্রশংসা কুড়াচ্ছে, তাই উইকেট বানানোর ক্ষেত্রে আগে ওদের যেই সুবিধা নেওয়ার ব্যাপার ছিল ওদের পেস আক্রমণ অত্যন্ত সমৃদ্ধ সেটা মাথায় রেখে ঐরকম উইকেট করতে পারত, এখন সেটা যদি করে আমরাও কিন্তু সুবিধা পাব। ওরা যদি স্পিনে যেতে চায় সেখানেও কিন্তু আমাদের শক্তি আছে তাই ওরা যেই ধরনের উইকেটই করুক না কেন, আমাদের কিন্তু চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য আছে।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত