টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় টাইগ্রেসরা
শ্রীলঙ্কা জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় টাইগ্রেসরা। এবার টানা তৃতীয় জয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে টাইগ্রেস ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা।
দলের পক্ষে সাথী রানী ২১ বলে ২৬ রান করেন। এছাড়া রিতু মনি ৩৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে মালসা শেহানী নেন ৪টি উইকেট।
৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। মারুফা আক্তার ও নাহিদা আক্তারের বোলিং তোপে ধুঁকতে থাকে তারা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৭ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
লঙ্কানদের পক্ষে কৌশিনী নুথ্যাঙ্গা ২২ বলে ২১ ও নিলাকাশা সান্দামিনি করেন ৩৭ বলে ২২ রান। বাংলাদেশের পক্ষে মারুফা ও নাহিদা নেন ২টি করে উইকেট।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন