পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা
সবশেষ ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিলির বিপক্ষে জয় পেলেও কলম্বিয়ার কাছে হারতে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের। যার কারণে ১২.৪৬ পয়েন্ট হারিয়েছে আলবিসেলেস্তেরা। পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
অন্যদিকে অবনমন হয়েছে বাংলাদেশের। আগের ১৮৪ থেকে দুই ধাপ পিছিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার দলের বর্তমান অবস্থান ১৮৬। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। একটিতে জয় ও একটিতে হেরে যায় জামাল ভূঁইয়ার দল। এতে র্যাংকিংয়ে বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সবশেষ র্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ১৮৮৯.০২ পয়েন্ট নিয়ে রয়েছে এক নম্বরে। গত জুলাই মাসে প্রকাশিত আগের র্যাংকিংয়ে তাদের পয়েন্ট ছিল ১৯০১.৪৮।
র্যাংকিংয়ের প্রথম ১৫টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। দুইয়ে রয়েছে ফ্রান্স। ইউরো জয়ী স্পেন আছে তিনে। চারে অবস্থান ১৯৬৬ সালের বিশ্বকাপে শিরোপা জেতা ইংল্যান্ডের। পাঁচে রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন