বিশ্বে ১ কোটি ৪০ লাখ শিশু অপুষ্টির মুখে, মৃত্যুঝুঁকি আছে: ইউনিসেফ
সাকিবকে ছাড়া খেলা কঠিন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম স্কোয়াডে জায়গাও পেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে শেষ মুহূর্তে পাল্টে যায় দৃশ্যপট। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট শুরুর আগের দিন রোববার (২০ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সময় সাকিবের না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব ভাইকে ছাড়া কঠিন। কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নাই। আমরা সবাই জানি তিনি কেন আসছেন না। আর এখন যেহেতু ফেসবুকে স্ট্যাটাস দিলেই সব সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিব।’
দেশের মাটিতে সাকিবের বিদায় না হওয়া দুর্ভাগ্যজনক উল্লেখ করে শান্ত আরও বলেন, ‘কীভাবে দেখছি আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন