সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন!
বেশ চমকে যাওয়ার মতোই খবর। প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন! আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় যুগ পাড়ি দেয়া একজনের ক্যারিয়ার যখন সায়াহ্নে, তখন বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ! অভাবনীয়ই বটেই।
সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ প্রায় ১৫ বছর পর কাউন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হয় তার। ক্লাব সারের হয়ে প্রথমবারের মতো খেলেন তিনি। অভিষেকেই জানান দেন নিজের উপস্থিতি।
বল হাতে সাকিব এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে আলোচনার সৃষ্টি করেন। তবে ওই ম্যাচ নিয়েই আবারো আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার আর ভালো কিছু নয়, প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন।
একটি সূত্রে জানা যায়, দ্রুতই স্বীকৃত কোনো ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। ইংল্যান্ডেরই কোনো ল্যাবে হতে পারে এই পরীক্ষা। দ্রুতই অ্যাকশন পরীক্ষা দিয়ে পূর্ণ মনযোগের সাথেই ক্রিকেটে ফিরতে চান সাকিব।
এদিকে সাকিব আল হাসান হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে গুটিয়ে নিয়েছেন নিজেকে। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়ার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
সাকিবের এমন গুটিয়ে যাওয়ার শুরু ভারত সিরিজ থেকেই। ইংল্যান্ডের কাউন্টিতে দারুণ সময় পাড় করা এই অলরাউন্ডার ভারত সিরিজে বল হাতে ছিলেন অনেকটাইনিষ্প্রভ। ভারত সফরে চেন্নাই টেস্টে ২১ ও কানপুর টেস্টে মাত্র ১৪ ওভার বোলিং করেছিলেন তিনি।
এত কম বোলিং একরকম প্রশ্ন জাগাচ্ছিল সবার মনেই। বিষয়টি নিয়ে চারদিকে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়। অবশ্য তখনো সাকিবের বোলিং নিয়ে কোনো প্রশ্ন আসেনি। তবে এখন যখন বিষয়টি সামনে এলো, তখন দুইয়ে চার মিলে গেছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, বল ডেলিভারির সময় কোনো বোলারের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে। এর এক ডিগ্রি বেশি বাঁকলে সেই বোলারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করার বিধান রয়েছে।
বোলিং অ্যাকশন বদলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সেই বোলার ফিরতে পারে ক্রিকেটে। যদিও বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া বোলারের সংখ্যাটাও খুব একটা বেশি না।
কিন্তু যারাই নিষিদ্ধ হয়েছেন সকলকেই অ্যাকশন পরিবর্তন করে পরীক্ষা দিয়ে ফিরতে হয়েছে ক্রিকেটে। দেখার বিষয় সাকিবের সাথে কী হয়!
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন