আইটি ল্যাব সলিউশন্স লি’র ১৪ বছর পূর্তি: প্রযুক্তি খাতে নতুন মাইলফলক
ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান
আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। আজ (শনিবার) শুরু হয়েছে দলবদলের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম। দুই দিনের এই কার্যক্রম শেষ হবে রোববার। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।
তবে সাকিব খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরেই আছেন সাবেক এই টাইগার অধিনায়ক। ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি সাবেক এই অধিনায়ক। এমনকি সবশেষ বিপিএলেও খেলতে পারেননি তিনি।
সাকিবের নামে রয়েছে হত্যা মামলা। এরই মাঝে আবার প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। সব মিলিয়ে তার দেশে ফেরা অনেকটা অনিশ্চিত।
সাকিব ডিপিএল খেলতে দেশে আসবেন কি না এমন প্রশ্নের জবাবে লিজেন্ড অব রূপগঞ্জ এর কর্ণধার লুৎফর রহমান বাদল বলেন, ‘আমি একটা কথাই স্পষ্ট বলতে চাই, আমরা রাজনীতিবিদ সাকিবকে নিইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিব দেশের একটা সম্পদ। যা অচিরেই ঝরে যাক আমরা চাই না। আপনারা জানেন যে অলমোস্ট সাকিবের ক্যারিয়ারের শুরু থেকেই আমার সঙ্গে ছিল। এখনও আশা প্রকাশ করেছেন আমার সঙ্গে থাকবেন। আমি আমাদের ক্রিকেটকে নতুনভাবে সাজাতে চাই।’
এছাড়া সম্প্রতি বোলিং নিষেধাজ্ঞায় আছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এ প্রসঙ্গে রূপগঞ্জের মালিক আরও বলেন, ‘সে (সাকিব) ইংল্যান্ডে রোজার মধ্যে তৃতীয়বার (বোলিং) পরীক্ষা দিতে আসবে। এজন্য সেখানে সে একজন কোচও নিয়েছে। তার সম্মতি পেলে সাকিব পরীক্ষা দেবে এবং সেখানে পাস করলে আশা করি খেলতে পারবে বাংলাদেশে।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
News Desk
শেয়ার করুন