বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
অ্যাপে আইপিএল
আবার শুরু হয়েছে আইপিএল আসরের নতুন অধ্যায়। আইপিএল ঘিরে দেশের ক্রিকেটভক্তের আছে বিশেষ আগ্রহ। ক্রিকেটপ্রেমীরা যেন চলতি আইপিএল আসরের সব টানটান উত্তেজনাকর মুহূর্ত নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করবে ডিজিটাল প্ল্যাটফর্ম টফি। চলতি আসরের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে প্ল্যাটফর্মটি।
দর্শকের জন্য ভালো অভিজ্ঞতা নিশ্চিতে নতুন ইন্টারফেসের মানোন্নয়ন করেছে উদ্যোক্তারা। ম্যাচের সময় যেখানেই থাকুন না কেন; পথে, স্কুল বা কর্মক্ষেত্র, টফির অন-দ্য-গো ভিউয়িং ও রিমোট ভিউয়িং অপশনের মাধ্যমে সহজে আইপিএল ম্যাচ দেখতে পারবেন। বাংলালিংক অপারেটরের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, আগ্রহীদের জন্য নির্বিঘ্ন ও সহজলভ্য বিনোদন নিশ্চিত করতে আমরা নিয়মিত কাজ করছি। বাংলাদেশে আইপিএল সিজন চলাকালে দারুণ উত্তেজনা বিরাজ করে। তুমুল আগ্রহের বিবেচনায় ক্রিকেটভক্তদের জন্য সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা যে কোনো সময় ও যে কোনো জায়গা থেকে হাইভোল্টেজ টুর্নামেন্টের প্রতিটি উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন। অপারেটরটির আগ্রহী গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কনটেন্ট অফার করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন