বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
জোড়া আঘাত হানেন টাইগার পেসার নাহিদ রানা
সিলেট টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ৬৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই সফরকারীদের ব্যাটিং লাইনে জোড়া আঘাত হানেন টাইগার পেসার নাহিদ রানা।
আগের দিনের ৬৭ রানে নিয়ে খেলতে নামা দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কুরানকে সাজঘরে ফেরান নাহিদ। কুরান ৫৫ বলে ১৮ ও ব্রেনেট ৬৪ বলে ৫৭ রান করে আউট হন।
এরপরই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন আরেক পেসার হাসান মাহমুদ। ১২ বলে ২ রান করা নিক ওয়েলচকে সাজঘরে ফেরান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন