বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
শিরোপাহীন মৌসুম রিয়ালের?
ট্রেবল হাতছানি দিয়ে ডাকছে বার্সেলোনাকে। এবার জিততে পারলে সেটা হবে কাতালান ক্লাবটির তৃতীয় ট্রেবল। তাদের কোচ হ্যান্সি ফ্লিকও ট্রেবল জয়ে অভিজ্ঞ। পাঁচ বছর আগে বায়ার্ন মিউনিখকে জিতিয়েছিলেন তিনি। বার্সার সমর্থকরা যখন সম্ভাবনার ডানা মেলছেন, রিয়াল মাদ্রিদ শিবির তখন শূন্য হাতে মৌসুম শেষ করায় শঙ্কায়!
পঞ্জিকাবর্ষের হিসাব কষলে অবশ্য বিরল এক কোয়াড্রপুল জয়ের দ্বারপ্রান্ত বার্সা। জানুয়ারিতে সৌদি আরবে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সা। শনিবার রাতে ৩-২ গোলে রিয়ালকে হারিয়ে কোপা দেল রে জিতেছে কাতালানরা। লা লিগায় তারা রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইন্টারের মুখোমুখি হবে তারা। অর্থাৎ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে আছে বার্সা।
কাতালানদের ট্রেবলের সম্ভাবনা যত বাড়ছে, রিয়ালের ট্রফিশূন্য থাকার শঙ্কাও তত বাড়ছে। কিন্তু এসব নিয়ে ভাবছেন না রিয়াল বস কার্লো আনচেলত্তি। আপাতত একমাত্র যে টুর্নামেন্টে শিরোপা জয়ের সম্ভাবনা বেঁচে আছে, সেটায় পুরোপুরি মনোযোগ দিতে চান তিনি।
১১ মে বার্সার মাঠে দু’দল আবার মুখোমুখি হবে। সেই ম্যাচে নিষ্পত্তি হয়ে যেতে পারে লা লিগা শিরোপা। আনচেলত্তির মনোযোগ এখন সেই ম্যাচে, ‘আমরা লড়াই করেছি এবং লা লিগায় বার্সেলোনার বিপক্ষে আসন্ন ম্যাচেও লড়াই করব। আজ যেমন করলাম, তেমন লড়াই আমরা করব। লিগ শিরোপার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন