বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
ক্যারিয়ারের ইতি টানছেন রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তি
এই মহাবিশ্বের কোনো কিছুই চিরস্থায়ী নয়। হোক সেটা ঐতিহ্য, আদিত্য, সাম্রাজ্য। পৃথিবীর চিরন্তন সত্যি মেনে একটা সময় বিদায় বলতে হয়। নবীণদের জায়গা দিতে ছাড়তে হয় নিজের স্থান। সেই চিরন্তন সত্যই মেনে একই রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তি।
চলতি মৌসুমে লা লিগায় নিজেদের শেষ ম্যাচে আজ রাতে রিয়াল সোসিয়াদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে চলতি মৌসুমে লিগ শিরোপা জেতা হয়নি। তবুও এই ম্যাচটা লস ব্লাঙ্কোদের জন্য বিশেষ সেই সঙ্গে হৃদয়বিদারকও বটে। কেননা এই ম্যাচের মধ্য দিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন ক্লাবের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি এবং ক্লাবের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ।
গতকাল শেষ বারের মতো রিয়াল বস হিসেবে সংবাদ সম্মেলনে আসেন আনচেলত্তি। এর আগে রিয়ালের হবে অসংখ্যবার সংবাদ সম্মেলনে এসেছিলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। কিন্তু গতকাল সংবাদ সম্মেলন কক্ষে ঢোকার পর শুরুতে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে যাওয়ার সময় পেছন ফিরে সাংবাদিকদের উদ্দেশে হাত উঁচিয়ে জানান বিদায়।
আনচেলত্তি জানান, তিনি ক্লাব ছেড়ে চলে গেলেও চিরকাল তার হৃদয়ে সোনালি স্মৃতি হয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। ক্লাবের পরবর্তী মাস্টারমাইন্ড জাবি আলোনসোকে শুভকামনা জানান। তিনি আরও বলেন, 'আমি তাকে শুভকামনা জানাই। কারণ তিনি এমন একজন কোচ যার এই ক্লাব এবং এই দলকে কোচিং করানোর যোগ্যতা আছে। আমি চাই তিনি এটি উপভোগ করুন।'
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন