আপডেট :

        ২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা

        ইনল্যান্ড এম্পায়ারে আবারও অস্ত্রধারীর খবর, তৃতীয় স্কুলে লকডাউন

        কৃষ্ণাঙ্গ শিশুর ছবি নিয়ে বিতর্কে লং বিচের শিক্ষক বরখাস্ত

        মার্কিন পার্কগুলোতে সতর্কতা: শাটডাউনে ভ্রমণ না করার আহ্বান সংরক্ষণবাদীদের

        শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত টেক্সাসের খ্যাতনামা পাদ্রী

        ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক আহমদ রফিকের জীবনাবসান

        প্রতিমা বিসর্জন আজ, সিঁদুর খেলে দেবীকে বিদায়

        সিলেটের পর্যটন উন্নয়নের পথে প্রতিবন্ধকতা ও সমস্যা

        কাশ্মীরে হিংসাত্মক বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ৮

        বৈশ্বিক ফ্লোটিলা অভিযান: ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি কার্যক্রম

        “গাজার খুব কাছে চলে এসেছি”—শহিদুল আলমের উদ্বেগজনক বার্তা

        আ.লীগ কর্মী পরিচয়ে এসএমপি কমিশনারকে ফোনে হুমকি, প্রশ্ন: ‘রাস্তায় থাকতে দিচ্ছেন না কেন?’

        মাস দুয়েকের মধ্যে পুনরায় শুরু হচ্ছে সিলেটের পরিত্যক্ত হাসপাতালের কার্যক্রম

        গভীর নিম্নচাপ সত্ত্বেও বঙ্গোপসাগরে ঝড়ের আশঙ্কা নেই

        ব্যাটারি শেষ হওয়ার সমস্যা? স্মার্টফোন সুরক্ষার উপায়গুলো জানুন

        ডলারের দর ২২ বছরের নীচে, মার্কিন শাটডাউনের চাপ বৃদ্ধি

        দুর্গাপূজার ভোজে বৈচিত্র্যের ছটা, সাত-সতেরো পদে সাজানো পাতে

        সন্তান জন্মদানের প্রসঙ্গ টেনে পুরুষদের নিয়ে মন্তব্য: ‘তাহলেই যুদ্ধহীন হতো দুনিয়া’

        কারো ফোন কলেই কোহলির কাছে গিয়েছে অভিযোগ, জানালেন ক্রীড়া উপদেষ্টা

        “এই ত্রাণবহর ফিলিস্তিনিদের উপকারে আসবে না”—মেলোনি

মেসির অসাধারণ রেকর্ড: যা আর কেউ অর্জন করেনি!

মেসির অসাধারণ রেকর্ড: যা আর কেউ অর্জন করেনি!

বিশ বছর আগে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল এক কিংবদন্তির—লিওনেল মেসির। তখন কে জানত, ছোটখাটো গড়নের এই আর্জেন্টাইন তরুণ একদিন হয়ে উঠবেন ইতিহাসের সেরা ফুটবলার!

দুই দশক পেরিয়ে আজ মেসি শুধু ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নামই নন—রেকর্ড, পুরস্কার আর সাফল্যের যে পাহাড় তিনি গড়েছেন, তা তুলনাহীন। আর্জেন্টিনার হয়ে টানা চারটি শিরোপা জয় করেছেন মেসি—কোপা আমেরিকা (২০২১, ২০২৪), ফিনালিসিমা (২০২২), এবং স্বপ্নের বিশ্বকাপ (২০২২)। জাতীয় দলের হয়ে এটি ছিল এক অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো অধ্যায়।

কিন্তু মেসিকে আজও সবচেয়ে বেশি মনে রাখা হয় বার্সেলোনার ‘নম্বর ১০’ হিসেবেই। ক্লাবটির হয়ে ১৭ বছরে সর্বোচ্চ ৭৭৮টি ম্যাচ খেলেছেন, করেছেন রেকর্ড ৬৭২টি গোল, ৩০৩টি অ্যাসিস্ট এবং জিতেছেন ৩৫টি ট্রফি—যা ক্লাব ইতিহাসে সর্বোচ্চ। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেছেন পেলের রেকর্ডও। শুধু তাই নয়, ২০১২ সালে একটি পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ৯১ গোল করে গড়েছেন আরেক অনন্য রেকর্ড।

চ্যাম্পিয়নস লিগে ছয়বার সর্বোচ্চ গোলদাতা, ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন ছয়বার, আর লা লিগায় আটবার পেয়েছেন ‘পিচিচি’ ট্রফি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকার মঞ্চেও মেসি রেখেছেন তার প্রতিভার ছাপ। ২০১৪ বিশ্বকাপে হয়েছিলেন সেরা খেলোয়াড়, আর বহু কাঙ্ক্ষিত আন্তর্জাতিক শিরোপা পেয়েছেন ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে। ২০২২ সালে স্বপ্নের বিশ্বকাপ জেতে সকল অপূর্ণতাকে পূর্ণতা দিয়েছেন তিনি।

এর আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে জিতেছেন সোনার পদক।
২০২১ সালে দীর্ঘ ২১ বছরের বার্সেলোনা অধ্যায়ের ইতি ঘটে। কিন্তু ‘নম্বর ১০’ জার্সি গায়ে মেসির প্রতিটি পদক্ষেপই আজ ইতিহাসের অংশ। গোল, অ্যাসিস্ট, রেকর্ড আর ট্রফির বাইরে—বার্সার ‘নম্বর ১০’ হিসেবে মেসি হয়ে থাকবেন ক্লাব ইতিহাসের চিরস্মরণীয় কিংবদন্তি।

দেখে নেওয়া যাক মেসির ব্যাক্তিগত রেকর্ড : 

•    একই মৌসুমে ব্যালন ডি’অর, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার, লা লিগার সর্বোচ্চ গোলদাতা ও ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা একমাত্র খেলোয়াড় (২০০৯/১০ মৌসুম)

•    সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড় (৮ বার)

•    সবচেয়ে বেশি ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী খেলোয়াড় (৬ বার)

•    সবচেয়ে বেশি পিচিচি ট্রফি (লা লিগার সর্বোচ্চ গোলদাতা) জয়ী খেলোয়াড় (৮ বার)

•    এক মৌসুমে সর্বোচ্চ অফিসিয়াল গোলদাতা (২০১১/১২ মৌসুমে ৭৩ গোল)

•    এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোলদাতা (২০১২ সালে ৯১ গোল)

•    একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা (বার্সেলোনার হয়ে ৬৭২ গোল)

•    লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড (২১ ম্যাচে ৩৩ গোল, ২০১২/১৩ মৌসুম)

•    আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় (১৮৪ ম্যাচ)

•    লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৫২০ ম্যাচে ৪৭৪ গোল)

•    লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা (২০১১/১২ মৌসুমে ৫০ গোল)

•    লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা খেলোয়াড় (৩৬টি)

•    লা লিগায় সবচেয়ে বেশি ফ্রি-কিক গোলদাতা (৩৯ গোল)

•    অফিসিয়াল প্রতিযোগিতায় সবচেয়ে বেশি জয় পাওয়া খেলোয়াড় (৭৭১ ম্যাচে ৫৪২ জয়)।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত