২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা
ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে বন্ধুর উপর হামলার অভিযোগ
ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রোববার (২৭ জুলাই) মিরপুর-১ এ ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। কিন্তু থানার একটি সূত্র গণমাধ্যমকে জানায়, এই টাইগার পেসারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য। এই বিষয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে।
অভিযোগে বলা হয়, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন। থানা সূত্র বলছে, বাদীর সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।
এসবের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাসকিনকে মুঠোফোনে কল করা হলো। তবে তিনি কলটি রিসিভ করেননি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন