২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা
শুভমান গিল: সেঞ্চুরির ঘূর্ণিতে রেকর্ডের শিখরে
সদ্য সমাপ্ত ওল্ড ট্রাফোর্ড টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাহাড় সমান রান তাড়া করতে নেমে স্কোর বোর্ডে কোনো রান তোলার আগেই দুই উইকেট হারায় ভারত। সেখান থেকে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। তুলে নেন সেঞ্চুরি। খেলেন ২৩৮ মিনিটে ১০৩ রানের ইনিংস। আর এমন ইনিংসেই একাধিক রেকর্ড নিজের নামে করে নেন। এক রেকর্ডে ছাড়িয়ে যান সাবেক ভারতীয় কিংবদন্তী ব্যাটার শচীন টেন্ডুলকারকে। আর আরেক রেকর্ডয়ে ছুঁয়েছেন ডন ব্র্যাডম্যানকে।
চলতি অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দেই রয়েছেন শুভমান গিল। তাতে গতকাল ১০৩ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দেশটির মাটিতে এক সিরিজে আগের সর্বোচ্চ রান ছিল মোহাম্মদ ইউসুফের। ২০০৬ সালে সাত ইনিংসে ৬৩১ রান করেছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান। এছাড়া ভারতীয়দের মধ্যে এই রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের (৬০২ রান)।
চলমান সিরিজে গতকাল গিল তুলে নিয়েছেন চতুর্থ সেঞ্চুরি। তাতে ছুঁয়েছেন সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাডম্যানকে। ১৯৩০ সালের অ্যাশেজে লাল বলের ক্রিকেটে এক সিরিজে সর্বোচ্চ ৯৭৪ রানের রেকর্ড গড়ার পথে ৭ ইনিংসে ৪টি সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান। এই দুই ব্যাটার ছাড়া ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে চারের বেশি শতক নেই আর কারো।
এছাড়া গিল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সেঞ্চুরি করা নবম ভারতীয় ব্যাটার হিসেবে নাম লিখেছেন। সবশেষ এই মাঠে ৩৫ বছর আগে ১৯৯০ সালে শচীন টেন্ডুলকার ভারতের পক্ষে সেঞ্চুরি করেছিলেন, যা ছিল তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতকও।
এতদিন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে মোহাম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়ের সঙ্গী ছিলেন গিল (৩ সেঞ্চুরি)। এবার তাদেরকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। সব প্রতিপক্ষ মিলিয়ে, এক সিরিজে চারটি সেঞ্চুরি পাওয়া ভারতের তৃতীয় ক্রিকেটার গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি দুই বার গড়েছিলেন সুনিল গাভাস্কার। আর বিরাট কোহলি চার শতক করেছিলেন একবার, অস্ট্রেলিয়ার বিপক্ষে। টেস্ট অধিনায়ক হিসেবে এক সিরিজে চার সেঞ্চুরি গিল ছাড়া আছে কেবল ব্র্যাডম্যান ও গাভাস্কারের। তবে নেতৃত্বের অভিষেক সিরিজেই চার বার তিন অঙ্ক ছোঁয়া প্রথম ক্রিকেটার গিল।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন