আপডেট :

        ২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা

        ইনল্যান্ড এম্পায়ারে আবারও অস্ত্রধারীর খবর, তৃতীয় স্কুলে লকডাউন

        কৃষ্ণাঙ্গ শিশুর ছবি নিয়ে বিতর্কে লং বিচের শিক্ষক বরখাস্ত

        মার্কিন পার্কগুলোতে সতর্কতা: শাটডাউনে ভ্রমণ না করার আহ্বান সংরক্ষণবাদীদের

        শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত টেক্সাসের খ্যাতনামা পাদ্রী

        ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক আহমদ রফিকের জীবনাবসান

        প্রতিমা বিসর্জন আজ, সিঁদুর খেলে দেবীকে বিদায়

        সিলেটের পর্যটন উন্নয়নের পথে প্রতিবন্ধকতা ও সমস্যা

        কাশ্মীরে হিংসাত্মক বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ৮

        বৈশ্বিক ফ্লোটিলা অভিযান: ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি কার্যক্রম

        “গাজার খুব কাছে চলে এসেছি”—শহিদুল আলমের উদ্বেগজনক বার্তা

        আ.লীগ কর্মী পরিচয়ে এসএমপি কমিশনারকে ফোনে হুমকি, প্রশ্ন: ‘রাস্তায় থাকতে দিচ্ছেন না কেন?’

        মাস দুয়েকের মধ্যে পুনরায় শুরু হচ্ছে সিলেটের পরিত্যক্ত হাসপাতালের কার্যক্রম

        গভীর নিম্নচাপ সত্ত্বেও বঙ্গোপসাগরে ঝড়ের আশঙ্কা নেই

        ব্যাটারি শেষ হওয়ার সমস্যা? স্মার্টফোন সুরক্ষার উপায়গুলো জানুন

        ডলারের দর ২২ বছরের নীচে, মার্কিন শাটডাউনের চাপ বৃদ্ধি

        দুর্গাপূজার ভোজে বৈচিত্র্যের ছটা, সাত-সতেরো পদে সাজানো পাতে

        সন্তান জন্মদানের প্রসঙ্গ টেনে পুরুষদের নিয়ে মন্তব্য: ‘তাহলেই যুদ্ধহীন হতো দুনিয়া’

        কারো ফোন কলেই কোহলির কাছে গিয়েছে অভিযোগ, জানালেন ক্রীড়া উপদেষ্টা

        “এই ত্রাণবহর ফিলিস্তিনিদের উপকারে আসবে না”—মেলোনি

কিংসের ফুটবলাররা বাহরাইনে যোগ দেবেন

ছুটির দিনেও ফুটবলাঙ্গনে ব্যস্ততা। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের ক্যাম্প শুক্রবার (১ আগস্ট) শুরু হয়েছে। ডাক পাওয়া ১৯ ফুটবলারই সন্ধ্যায় রিপোর্টিং করেছেন। আশিংক দলে সদ্য সমাপ্ত ট্রায়াল থেকে একমাত্র আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ ক্যাম্পে সুযোগ পেয়েছেন।

ডিফেন্ডার জায়ান আহমেদকে নিয়ে তাই গণমাধ্যমের আগ্রহ ছিল বেশি। লাল-সুবজ দলে খেলতে সুদূর আমেরিকা থেকে এসেছেন। জায়ানের মধ্যে উচ্ছ্বাস থাকলেও বাফুফে আজ তাকে গণমাধ্যমের মুখোমুখি করেনি। সিনিয়র জাতীয় দলে খেলা ফুটবলার শাকিল আহাদ তপু ও অ্নূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহিন হাসান মিডিয়ার সামনে এসেছিলেন।


১২ আগস্ট ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের পর আরো কয়েকজন ফুটবলার এই স্কোয়াডে যুক্ত হবেন। ঢাকা আবাহনী ঢাকায় ম্যাচ খেললেও বসুন্ধরা কিংসের ম্যাচ কাতারের দোহায়। কাতার থেকেই কিংসের ফুটবলাররা বাহরাইনে যোগ দেবেন এমনটাই জানিয়েছেন ম্যানেজার শাহীন, 'যতটুকু জানি কিংসের ফুটবলাররা বাহরাইনে জয়েন করবে সরাসরি।’ কাতার থেকে বাহরাইন খুব নিকটবর্তী। তাই কিংসের ফুটবলাররা ঢাকায় এসে আবার বাহরাইন যাওয়ার ঝক্কি এড়ানোর চেষ্টা।

বাফুফে আজ ১৯ জনের আংশিক স্কোয়াড দিয়েছে। এর মধ্যে একজন মাত্র প্রবাসী। পূর্ণাঙ্গ স্কোয়াড ও প্রবাসী খেলোয়াড় সংখ্যা নিয়ে ম্যানেজার শাহীন বলেন, 'অনূর্ধ্ব-২৩ দলের স্কোয়াডটা হবে ২৯ জনের। এর মধ্যে ৪ জন প্রবাসী তারা পর্যায়ক্রমে যোগদান করবেন।’ ফাহমিদুল, কিউবা মিচেল সরাসরি অনূর্ধ্ব-২৩ দলে আসবেন এটা  আগেই জানা ছিল। ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল সম্প্রতি হয়ে যাওয়া ট্রায়াল থেকে আর কোনো ফুটবলার আসবে কি না। সেই বিষয়ে ম্যানেজার স্পষ্ট কিছু বলেননি তবে জানা গেছে বাকি তিন জন প্রবাসী ফাহমিদুল, কিউবা ও তানিল সালিকই হবেন। ফলে জুনের ট্রায়াল থেকে অনূর্ধ্ব-২৩ দলে আপাতত জায়ান ছাড়া আর কেউ ডাক পাচ্ছেন না।


আজ টিম হোটেলে বাফুফের ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু ছিলেন। তার সঙ্গে ছিলেন হাসান আল মামুন ও আতিকুর রহমান মিশু। টিটুই অনূর্ধ্ব-২৩ দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন। আংশিক দল ঘোষণার ব্যাখ্যা এবং অনুশীলন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের প্রশ্ন থাকলেও কোচিং স্টাফের কেউই হাজির হননি। সাইফুল বারী টিটু বাফুফেতে ট্যাকনিক্যাল ডাইরেক্টর পদে যোগদানের পর যারপরনাই ভাবে গণমাধ্যম এড়িয়ে চলার চেষ্টা করেন।  হাসান আল মামুন সিনিয়র জাতীয় দলের সহকারী কোচ। সেপ্টেম্বরে একই সময়ে সিনিয়র দলের নেপালে প্রীতি ম্যাচ থাকলেও মামুন অনূর্ধ্ব-২৩ দলেই থাকবেন, 'মামুন ভাই এই দলেই কাজ করবেন। তার সঙ্গে মিশু ভাইও থাকবেন ’ বলেন ম্যানেজার শাহীন।'

শাকিল আহাদ তপু সিনিয়র জাতীয় দলে কয়েকটি ম্যাচ খেলেছেন। এখন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলবেন। এ নিয়ে তার মন্তব্য, 'দেশের হয়ে যে কোনো পর্যায়ে খেলা গর্বের। আমরা সব সময় চেষ্টা করি সর্বোচ্চ ও সেরাটা দেয়ার।’ ঘরোয়া ফুটবলে অফ সিজন চলায় ফুটবলারদের ফিটনেস কাঙ্খিত পর্যায়ে নেই। তবে ব্যক্তিগত পর্যায়ে খেলোয়াড়রা কাজ করছেন বলে জানালেন তপু, 'সপ্তাহ খানেক আগে কোচ আমাদের একটা নির্দেশনা দিয়েছে। সেটা আমরা বাসায় অনুসরণ করেছি। ফিটনেস নিয়ে তেমন সমস্যা হবে না।'

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত