নাটকীয়তা পেরিয়ে সুমাইয়ার মাথায় দ্রুততম মানবীর মুকুট
প্রত্যাশা অনুযায়ী দেশের দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান। তবে জাতীয় অ্যাথলেটিকস স্টেডিয়ামে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সৃষ্টি হয় নাটকীয় পরিস্থিতি।
প্রথমে শিরিনকে দ্রুততম মানবী ঘোষণা করা হলেও ফটোফিনিশে জয়ী হিসেবে উঠে আসে সুমাইয়া দেওয়ানের নাম। শেষ পর্যন্ত তাকেই চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করে আয়োজকরা। শিরিন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান আয়োজক অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে। কিন্তু ২০২২ সালের পর দ্বিতীয়বার দ্রুততম মানবীর খেতাব পেলেন সুমাইয়া।
১২.১৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন সুমাইয়া। শিরিন থেমেছেন ১২.২১ সেকেন্ডে, আর ১২.৪১ সেকেন্ডে তৃতীয় হয়েছেন শরিফা খাতুন। তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট।
এর আগে ২০২২ সালের জাতীয় অ্যাথলেটিকসে ১২.৩২ সেকেন্ডে দ্রুততম মানবী হয়েছিলেন সুমাইয়া, তখন তিনি ছিলেন বিকেএসপির ছাত্রী।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
								
 										
										নিউজ ডেক্স									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন