আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

        যুক্তরাষ্ট্রে অগ্নিসংঘর্ষে নিহত চারজন

        পিআর প্রক্রিয়া নিয়ে উচ্চকক্ষে একমত হওয়ার চেষ্টা

        শাহরুখ খানের ফিটনেস রহস্য: দিনে চারবার খাবার

        ইয়ামালের সমর্থনে এমবাপ্পের বক্তব্য: ‘১৮ বছরের শিশু’

        বাংলাদেশকে সর্বপ্রথম ভাবাই আমাদের মূল নীতি

প্রথম ফুটবলার হিসেবে বিলিয়ন ডলারের মালিক হলেন রোনালদো

প্রথম ফুটবলার হিসেবে বিলিয়ন ডলারের মালিক হলেন রোনালদো

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই রেকর্ডের আরেক নাম। মাঠে তার গোল, শিরোপা ও পারফরম্যান্স যেমন ইতিহাসে স্থান করে নিয়েছে, তেমনিভাবে এবার মাঠের বাইরে গড়লেন আরেক অনন্য রেকর্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক ও সংবাদমাধ্যম ফোর্বসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোনালদোই প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ১ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার ।

বর্তমানে ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। মাঠে পারফরম্যান্স ছাড়াও ক্লাবের চুক্তি, বিভিন্ন স্পনসরশিপ এবং ব্যক্তিগত ব্যবসা উদ্যোগ থেকে সবচেয়ে বেশি আয় করছেন তিনি। তার ফুটবল ক্যারিয়ারের বড় অংশ জুড়ে রোনালদো খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবে, সেখান থেকে পেয়েছেন রেকর্ড পরিমাণ বেতন।

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তি ইতিহাসের সবচেয়ে লাভজনক ফুটবল চুক্তি হিসেবে বিবেচিত। রোনালদোর বিলিয়ন ডলার সম্পদের পেছনে মাঠের বাইরের আয়ও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বিশ্ববিখ্যাত স্পোটর্স ব্যান্ড নাইকির সঙ্গে আজীবন চুক্তিবদ্ধ। পাশাপাশি নিজের ব্র্যান্ড সিআর৭-এর অধীনে তিনি গড়ে তুলেছেন একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য; যার মধ্যে রয়েছে পোশাক, সুগন্ধি, চশমা, জিম সরঞ্জাম এবং বিলাসবহুল হোটেল ব্যবসা।

রোনালদোর বিশাল সোশ্যাল মিডিয়া উপস্থিতিও তার সম্পদের বড় উৎস। ইনস্টাগ্রামে তার ৬০০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে, যা বিশ্বের যে কোনো ক্রীড়াবিদের মধ্যে সর্বোচ্চ। প্রতি স্পনসর্ড পোস্ট থেকে তার আয় দাঁড়ায় লাখ লাখ ডলারে, যা তাকে বিশ্বের সবচেয়ে লাভজনক অনলাইন ইনফ্লুয়েন্সারদের একজন করে তুলেছে। ফোর্বসের তথ্যানুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো শুধু বেতন বাবদ আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলার। স্পনসরশিপ ও বিজ্ঞাপন থেকে তার আয়ের বড় অংশ এসেছে, যার মধ্যে রয়েছে নাইকির সঙ্গে প্রায় এক দশকের দীর্ঘ চুক্তি, যা থেকে রোনালদো আয় করেছেন ১৮ মিলিয়ন ডলার।

২০২২ সালে সৌদি প্রো লিগের আল নাসরে যোগ দেওয়ার পর রোনালদো ইতিহাসের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হন। তার বার্ষিক বেতন ১৭৭ মিলিয়ন ইউরো। ২০২৫ সালের জুনে তার চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও তিনি আরও দুই বছরের জন্য নতুন চুক্তি স্বাক্ষর করেছেন, যার মূল্য ৪০০ মিলিয়ন ইউরো। ফলে ৪২ বছর বয়স পর্যন্ত সৌদি ক্লাবটির সঙ্গে থাকবেন তিনি। 

অন্যদিকে, গেল দেড় দশক ধরে রোনালদোর প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত লিওনেল মেসি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে। ফোর্বসের তথ্যমতে, মেসির ক্যারিয়ারে কর-পূর্ব আয় ৬০০ মিলিয়ন ইউরোরও বেশি। ২০২৩ সাল থেকে তার বার্ষিক নিশ্চিত বেতন প্রায় ২০ মিলিয়ন ডলার, যা রোনালদোর বেতনের দশ ভাগের এক ভাগ। 

অবসরের পর মেসি ইন্টার মায়ামি ক্লাবের একটি অংশের মালিকানা পাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ফুটবল ইতিহাসে প্রথম বিলোনিয়ার খেলোয়াড় হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোই এখন শীর্ষে অবস্থান করছেন। যিনি মাঠে যেমন রেকর্ড গড়েন, তেমনি মাঠের বাইরেও অর্থনৈতিক সাফল্যে বিশ্বকে তাক লাগিয়ে চলেছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত