অলরাউন্ডারের শীর্ষ দক্ষতা—মার্কসের ব্যাট ও বলের যাদু
শুরু হয়েছে দেশের শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের সবচেয়ে বড় আসর ‘মার্কস অলরাউন্ডার’। দেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডার প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ে বিজয়ীরা পাবে এক কোটি টাকার উপহার ও শিক্ষাবৃত্তি।
গ্র্যান্ড ফিনালেতে তিন গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে যথাক্রমে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।
তিন গ্রুপের ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন সেরা পারফর্মার প্রত্যেকে পাবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।
মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়- এই তিন ধাপে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে www.marksallrounder.com। প্রয়োজনে কল করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮টা) 09614516171 নম্বরে।
প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহ-
প্লে থেকে ৪র্থ শ্রেণি- জুনিয়র স্কুল গ্রুপ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও গল্পবলা); ৫ম থেকে ৮ম শ্রেণি- মিডল স্কুল গ্রুপ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা) এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণি- হাইস্কুল ও কলেজ গ্রুপ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা)।
পরবর্তী প্রতিযোগিতা
রংপুরের তাজহাট, মাহিগঞ্জ, কাউনিয়া, হারাগাছ, পীরগাছা, পীরগঞ্জ ও মিঠাপুকুর থানা, কুড়িগ্রাম জেলা, দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও জেলা, টাঙ্গাইল জেলা, খুলনার সদর, খান জাহান আলী, রূপসা, তেরখাদা, লবণচরা, হরিণটানা ও দিঘলিয়া থানা এবং বাগেরহাট জেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর।
রংপুর (কোতোয়ালি, পশুরাম, হাজিরহাট, বদরগঞ্জ, গংগাচড়া ও তারাগঞ্জ থানা), লালমনিরহাট জেলা, খুলনার খালিশপুর, দৌলতপুর, সোনাডাঙ্গা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া, কয়রা, পাইকগাছা, আড়ংগাটা ও ফুলতলা থানা, সাতক্ষীরা জেলা, রাজশাহীর মতিহার (বিনদপুর, তালাইমারি ও মেহেরচন্ডি), বোয়ালিয়া, কাটাখালি, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নীলফামারী জেলা, পঞ্চগড় জেলা, জামালপুর জেলা এবং শেরপুর অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর।
৩১ অক্টোবরের অনুষ্ঠানের ভেন্যু:
রংপুরের তাজহাট, মাহিগঞ্জ, কাউনিয়া, হারাগাছ, পীরগাছা, পীরগঞ্জ ও মিঠাপুকুর থানা এবং কুড়িগ্রাম জেলা
ভেন্যু: আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর
খুলনার সদর, খান জাহান আলী, রূপসা, তেরখাদা, লবণচরা, হরিণটানা ও দিঘলিয়া থানা এবং বাগেরহাট জেলা
ভেন্যু: খুলনা জিলা স্কুল, খুলনা
দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা
ভেন্যু: কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ, হাসপাতাল রোড, সদর, দিনাজপুর
টাঙ্গাইল জেলা
ভেন্যু: শিবনাথ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল
১ নভেম্বরের অনুষ্ঠানের ভেন্যু:
রংপুর (কোতোয়ালি, পশুরাম, হাজিরহাট, বদরগঞ্জ, গংগাচড়া ও তারাগঞ্জ থানা) এবং লালমনিরহাট জেলা
ভেন্যু: সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর
খুলনার খালিশপুর, দৌলতপুর, সোনাডাঙ্গা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া, কয়রা, পাইকগাছা, আড়ংগাটা ও ফুলতলা থানা এবং সাতক্ষীরা জেলা।
ভেন্যু: লায়ন্স স্কুল এন্ড কলেজ, খুলনা
রাজশাহীর মতিহার (বিনদপুর, তালাইমারি ও মেহেরচন্ডি), বোয়ালিয়া, কাটাখালি, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট থানা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা।
ভেন্যু: সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী
নীলফামারী ও পঞ্চগড় জেলা
ভেন্যু: নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, পিটিআই রোড, সদর, নীলফামারী
জামালপুর এ শেরপুর জেলা
ভেন্যু: জামালপুর উচ্চ বিদ্যালয়, জামালপুর সদর, জামালপুর।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন