বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
কমপক্ষে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজ
আগামী ১১ আগস্ট মুস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার করানো হবে। সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ৬ মাস সময় লাগবে মুস্তাফিজের। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
শনিবার বিসিবি কার্যালয়ে দেবাশীষ চৌধুরী বলেন,‘সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগবে সেটা এখনই বলা মুশকিল। তবে এ ধরণের অস্ত্রোপচারে আমরা ৬ মাস রিহ্যাব প্রোগ্রাম রাখি। রুবেল হোসেনকে এ অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার ৯ মাসের মতো লেগেছে। আমরা আশা করছি সবকিছু ঠিক থাকলে মুস্তাফিজ ৫ থেকে ৬ মাসের মধ্যে সেরে উঠবে। তবে কমপক্ষে ৬ মাস রিহ্যাবে থাকলে মুস্তাফিজকে শতভাগ ফিট পাওয়া যাবে।’
ফলে ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজ, বিপিএল এবং নিউজিল্যান্ড সিরিজ মিস করতে চলছেন মুস্তাফিজ! নিউজিল্যান্ড সিরিজের কথা এখনই বলা যাচ্ছে না। মুস্তাফিজ রিহ্যাবে দ্রুত রেসপন্স করলে নিউজিল্যান্ড সফর করতেও পারেন মুস্তাফিজ।
লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হবে। স্থানীয় বিশেষজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেস এই অস্ত্রোপচার করবেন। অস্ত্রোপচার নিয়ে বিসিবি চিকিৎসক বলেন,‘বুপা ক্রোমওয়েল হাসপাতালে ১১ আগস্ট স্থানীয় সময় সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ৫টা) ওর অস্ত্রোপচার করা হবে। অপারেশনের পর কয়েকটা ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। অপারেশনটা করতে ৩০ থেকে ৪০ মিনিট লাগতে পারে। অপারেশনের পর দেশে ফিরে ফিজিও এবং ট্রেনারের তত্ত্বাবধানে মুস্তাফিজের রিহ্যাব কার্যক্রম চলবে। যা ৫ মাসের কাছাকাছি লাগতে পারে।’
সার্জারি বিশেষজ্ঞ অ্যান্ড্রু ওয়ালেসকে নিয়ে দেবাশীষ চৌধুরী বলেন,‘উনি শচীন টেন্ডুলকারের অস্ত্রোপচার করেছেন। এছাড়া ইংল্যান্ড ও ভারতের অনেক ক্রিকেটারের অস্ত্রোপচারও করিয়েছেন। দীর্ঘদিন ধরে এ ধরণের সার্জারি করছেন।’
ভিসা পেলে আগামী দুই-তিন দিনের মধ্যে লন্ডনে যাওয়ার কথা রয়েছে দেবাশীষ চৌধুরীর।
এলএবাংলাটাইমস/এস/এলআরটি
শেয়ার করুন