আপডেট :

        ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

        কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

        “পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে আফগান সন্ত্রাসী গোষ্ঠীর ৩০ সদস্য নিহত”

        টেকনাফে ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পসহ ১৫০০ ঘরবাড়ি ডুবে গেছে

        ঢাকাতে উল্টো পথে রথ টেনে সম্পন্ন রথ উৎসব—ভক্তদের আনন্দ ও ধর্মীয় আবেগের মেলবন্ধন

        সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ

        “দীর্ঘ মন্দা ভেঙে ঢেউ উঠছে: ১১ মাস পর শেয়ারদরের পুনর্গতি”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “মঈন খান: ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-হত্যা ছিল রুটিন কাজ”

        মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি

        মালয়েশিয়া পুলিশের সতর্কতা: ভাঙলেও বাংলাদেশের জঙ্গি হুমকি মুছে যায়নি

        এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ নারী দল

        স্কুলে মোবাইল নিষেধাজ্ঞা কার্যকর: নেদারল্যান্ডে ফোকাস ও ফলাফলে বৃদ্ধি

        মঈন খান আ’লীগকে ‘পলায়নকারী শক্তি’ বললেন

সিডনিতে রংধনুর বার্ষিক ট্যালেন্ট আওয়ার্ড ২০১৯ অনুষ্ঠিত

সিডনিতে রংধনুর বার্ষিক ট্যালেন্ট আওয়ার্ড ২০১৯ অনুষ্ঠিত

প্রতিবছরের মতো এবছরও রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেছে। রংধনুর উদ্যোগে গত ২৯ শে ফেব্রুয়ারি রোজ শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় সিডনির বাংলা টাউনখ্যাত লাকেম্বার সিনিয়র সিটিজেন সেন্টারে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন রংধনুর বর্তমান প্রেসিডেন্ট জনাব ওহাব মিয়া। ঈশিকা এবং অপ্সরা অনুষ্ঠানের শুরুতে বাংলা গানের তালে তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল এমপি টনি বার্ক।

এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের এমপি মার্ক কুরে এবং কাউন্সিলর নাদিয়া সালেহ , কাউন্সিলর নাজমুল হুদা এবং প্রাক্তন ডেপুটি মেয়র জনাব কার্ল সালেহ। ২০১৯ সালের বিভিন্ন পরীক্ষার উপর ভিত্তি করে সাতটি ক্যাটাগরিতে সর্বমোট ৪৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রংধনু পরিবারের সদস্য পলি আহমেদ এবং রানা শরীফ, তাদের সহযোগিতায় ছিলেন ছোট্ট বন্ধু আয়ান হক, সানিয়া বিন্তে আসাদ, আরফি হক, ফারহান শফিক এবং রাফসান খন্দকার। অনুষ্ঠানের প্রথম পর্বে NAPLAN Year 3 এর ক্রেস্ট প্রদান করেন ফেডারাল এমপি টনি বার্ক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোরম কবিতা আবৃত্তি করেন নুসরাত জাহান স্মৃতি। তারপর, OC ক্যাটাগরির অ্যাওয়ার্ড প্রদান করেন মার্ক কূরে এমপি, সিলেক্টিভ স্কুল স্টুডেন্টদের অ্যাওয়ার্ড প্রদান করেন কাউন্সিলর নাদিয়া সালেহ এবং কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা, NAPLAN Year 5 & 7 ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন জনাব কার্ল সালেহ প্রাক্তন ডেপুটি মেয়র। এইচএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অস্ট্রালবিলট এর কর্ণধার জনাব নজরুল ইসলাম।

এবারের অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার পেছনে অসাধারণ পরিশ্রম করেন রংধনু পরিবারের অন্যতম সদস্য আব্দুল মোতালেব শামসুজ্জামান শামীম, নাফিস খন্দকার, খন্দকার আহসান প্রিন্স, সাইদুল হক মিটুল, ফারিয়া আহমেদ এবং জোবায়ের রশীদ জামী। রংধনুর এবছরের টাইটেল স্পন্সর ছিল অস্ট্রালবিলট এবং অন্যতম প্রধান স্পন্সর ছিল সিটি অফ ক্যান্টারবারি ব্যাংকসটাউন।
অন্যান্য স্পন্সরদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ডেল্টা ল্যান্ডস্কেপিং, লিংকার্স রিয়েলষ্টেট, এক্সপ্রেস টেক্স সলিউশন, হাট-বাজার লাক্যাম্বা, কিডস আর আস ফ্যামিলি ডে কেয়ার, টপ্ আপ প্লাজা, বার্গারস অন ব্রডওয়ে লাকেম্বা, রয়াল সিটি সলিসিটরস, ল্যান্ড এন্ড লিজ রিয়েল এস্টেট, গোল্ডেন ফাইবার অস্ট্রেলিয়া এবং স্টার কিডস। অনুষ্ঠানটির ভিডিওগ্রাফিতে ছিলেন জনাব আনিসুর রহমান, ফটোগ্রাফিতে ছিলেন সিদ্দিক এবং সিফাত, ম্যাগাজিন প্রিন্টিংয়ে সহযোগিতা করেন শাহিন এবং খাদ্য সরবরাহে ছিল মাকসুদা ফুড ক্যাটারিং।
ফেডারাল এমপি টনি তার বক্তব্যে সিডনিস্থ বাংলাদেশি কমিউনিটির অবদানের কথা উল্লেখ করেন এবং পুরস্কার বিজয়ী সকলকে এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। জনাব মার্ক কুরে তার বক্তব্যে শিক্ষার গুরুত্বের কথা আলোচনা করেন। অনুষ্ঠানের শেষভাগে মন মাতানো গান পরিবেশন করেন আশিকুজ্জামান সুজন, ফারিয়া আহমেদ এবং রংধনু পরিবারের সদস্যরা। সবশেষে রংধনুর সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ ধন্যবাদ বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

রংধনুর এবছরের পুরস্কার বিজয়ীদের নাম মেধা তালিকা এবং ক্যাটাগরি অনুযায়ী নিম্নে দেওয়া হলঃ
NAPLAN 2019 YEAR 3 ক্যাটাগরিতে পারিসা জেবিন, মাহির মিজান, নাজা খান, ফারদিন ইউসুফ, সেহরাজ ইসলাম, সিমরা ইসলাম, তাসফিয়া শফিক এবং আয়াস আহসান। OC ক্যাটাগরিতে আরিব শাহরিয়ার, ফারিজা হোসেন, আনিলা রহমান, আরিশা আজহার এবং রোদেলা হোসেন। NAPLAN 2019 YEAR 5 ক্যাটাগরিতে শেখ আব্দুল্লাহ আল দাইয়ান, উনাইসা হোসেন, মালিহা তাস্নিম। Selective school test 2019 ক্যাটাগরিতে আবরার রুদ্র ইকবাল, আয়ান আজহার, আলীফ হোসেন সিদ্দিকী, সারহান রাসিন, জারিফ উদ্দিন, নাবিহা নাকিব, নামিরা তাওহিদ, পারিসা আজাদ, রুমাইসা ফারুকী, সাহিবা বিনতে উদ্দিন, শ্রেয়শী সমাদ্দার, সাহিব আলম, আয়ান হারুন, মাহির দাইয়ান, পৃথিবী তাজওয়ার, রেমান তাহসিন কবির এবং মুসাররাত বিনতে হাসান। এছাড়াও ক্রিকেটে রাজ খান, ম্যাথমেটিক অলিম্পিয়াডে নাফিউ হাসান এবং কুরআনে সাদমান রহমান। NAPLAN 2019 YEAR 7 ক্যাটাগরিতে সালিহা তাসনিম এবং সামিয়া ইসলাম। 2019 এইচএসসি মেধা তালিকায় রয়েছেন নিমাত চৌধুরী, মোহাম্মদ জাওয়াদ, ফায়াদ নোমানী, ওয়ানিসা জামান, সাদমান হায়দার, রাফসান খন্দকার এবং নুসরাত সামিয়া।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর