সরকারি দপ্তরের ১৭ মহাপরিদর্শককে বরখাস্ত করলেন ট্রাম্প
ছবিঃ এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নিযুক্ত ১৭ স্বাধীন মহাপরিদর্শককে (স্বাধীন পর্যবেক্ষক) বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার তাঁদের বরখাস্ত করা হয় বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক খবরের বরাতে রয়টার্স জানিয়েছে।
সংশ্লিষ্ট অনামা সূত্রের বরাতে ওই খবরে বলা হয়, প্রতিরক্ষা, পররাষ্ট্র, পরিবহন, ভেটেরানস অ্যাফেয়ার্স, গৃহায়ণ ও নগর উন্নয়ন, স্বরাষ্ট্র এবং জ্বালানি বিভাগসহ আরও কয়েকটি দপ্তরের মহাপরিদর্শকদের বরখাস্ত করা হয়েছে।
এসব কর্মকর্তাকে বরখাস্ত করার ঘটনায় ফেডারেল আইন লঙ্ঘন হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, মহাপরিদর্শকদের বরখাস্ত করতে হলে মার্কিন কংগ্রেসকে ৩০ দিন আগে জানাতে হয়।
ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরে মহাপরিদর্শক একটি স্বাধীন পদ। মহাপরিদর্শকেরা অপচয়, জালিয়াতি এবং হয়রানির অভিযোগগুলো হিসাব-নিরীক্ষা, তদন্ত ও যাচাই-বাছাই করে থাকেন। প্রেসিডেন্ট কিংবা সংশ্লিষ্ট সংস্থার প্রধানের মধ্যে যিনি তাঁদের মনোনয়ন বা নিয়োগ দিয়েছেন, তিনিই তাঁদের বরখাস্ত করতে পারেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বেশির ভাগই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগ পেয়েছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের হোয়াইট হাউসের কর্মীবিষয়ক পরিচালকের পক্ষ থেকে ই–মেইলে বরখাস্ত হওয়ার খবরটি জানিয়ে দেওয়া হয়েছে। ই–মেইলে বলা হয়েছে, বরখাস্তের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন