নারী অধিকার রক্ষা ও বৈষম্যমূলক আইন পরিবর্তনের সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা
নারী অধিকার রক্ষা ও বৈষম্যমূলক আইন পরিবর্তনের সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্য এসময় উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।
বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে নারীবিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে।
গত ১৮ নভেম্বর নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকারকর্মী শিরীন পারভীন হককে প্রধান করে ১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন