ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গা: নিহত ৪০
ভেনেজুয়েলার একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫০ জন। শনিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
আইনপ্রণেতা মারিয়া বিৎরিজ মার্তিনেজ জানিয়েছেন, স্বজনদের কারাগারে খাবার পৌঁছানোর সুযোগ দেওয়ার দাবিতে পর্তুগুয়েজা রাজ্যের লস এলআয়নস কারাগারে বন্দিরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বন্দিদের সঙ্গে কারারক্ষীদের সংঘাত বেধে যায়।
মার্তিনেজ জানান, সংঘর্ষ চলাকালে একটি গ্রেনেড বিস্ফোরিত হয়ে ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা আহত হন।
কারাসেবা মন্ত্রী আইরিস ভারেলা দাঙ্গার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বন্দিদের একাংশ কারাগারের বাইরে থাকা কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। এক বন্দির ছুরি হামলায় কারাগারের ওয়ার্ডেন আহত হয়েছেন।
ভেনেজুয়েলায় ৩০টি কয়েদখানা ও ৫০০ জেলখানায় ১ লাখ ১০ হাজার বন্দি রয়েছে। এই কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে এবং এ কারণে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
শেয়ার করুন