কোনো অপারেশন হয়নি কিম জং উনের
তিন সপ্তাহ জনজীবন থেকে দূরে থাকার সময় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের কোনো অপারেশন হয়নি। একে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা অবশ্য তার বক্তব্যের ব্যাখ্যা দেননি। তবে কিছু সংবাদমাধ্যমে উনের পা ফেলার ধরনে পরিবর্তন এসেছে উল্লেখ করে তার অপারেশন হয়েছে বলে দাবি করা হয়েছে সেটির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওই কর্মকর্তা।
১১ এপ্রিলের পর পারমাণবিক শক্তিধর দেশটির প্রধানকে জনসম্মুখে দেখা যায়নি। এ সময় গুজব ওঠে উন গুরুতর অসুস্থ। হৃদপিন্ডে জটিল অপারেশনের পর তার প্রাণ সংশয় দেখা দিয়েছে। আবার কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা মারা গেছেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার জনসম্মুখে হাজির হন কিম জং উন।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম রডং সিনমানে প্রকাশিত ছবিতে দেখা যায়, ফিতা কেটে একটি সার কারখানা উদ্বোধন করছেন উন। এসময় তাকে সহাস্য মুখে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
শেয়ার করুন